Saqib Saleem

Bollywood: ছবির এই ছোট্ট ছেলেটি এখন বলিউড অভিনেতা, চিনতে পারছেন এঁকে?

বিষয়টা আরেকটু সহজ করে দেওয়া যাক। কয়েকটি সূত্র দেওয়া থাকল।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৬ জুন ২০২১ ২১:১৭
বলুন তো বাচ্চা ছেলেটি কে?

বলুন তো বাচ্চা ছেলেটি কে?

ছবিতে নীল রঙের ব্লেজার পরে হাসিমুখে ক্যামেরার দিকে তাকিয়ে থাকা ছেলেটিকে চিনতে পারছেন?

বিষয়টা আরেকটু সহজ করে দেওয়া যাক। কয়েকটি সূত্র দেওয়া থাকল।

১। ছবির ছেলেটি বর্তমানে বলিউড অভিনেতা।

২। ২০১১ সালে ‘মুঝসে ফ্র্যান্ডশিপ করোগে’ ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন তিনি।

৩। ২০১৩ সালে ‘বম্বে টকিজ’ ছবিতে এক সমকামী চরিত্রে অভিনয় করে দর্শকের প্রশংসা কুড়িয়েছিলেন এই অভিনেতা।

৪। বলিউড অভিনেত্রী হুমা কুরেশির ভাই তিনি।

এতক্ষণে নিশ্চয়ই বোঝা হয়ে গিয়েছে, ছবির এই ছোট্ট ছেলেটি কে। ইনি হলেন অভিনেতা শাকিব সালিম। রবিবার ইনস্টাগ্রামে নিজের ছোটবেলার এই ছবি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি।

ইদানীং সময়ে রিয়া চক্রবর্তীর সঙ্গে বন্ধুত্বের জন্য শিরোনামে উঠে এসেছিল তার নাম। গত এপ্রিল মাসে নিজের জন্মদিন পালন করতে বন্ধুদের নিয়ে আলিবাগ গিয়েছিলেন অভিনেতা। শাকিবের বন্ধুদের সেই তালিকায় ছিলেন রিয়াও। মুম্বই ফিরে আসতেই চিত্রগ্রাহকদের ক্যামেরায় ধরা পড়েন তাঁরা।

খুব শীঘ্রই মুক্তি পাবে শাকিবের নতুন ছবি ‘৮৩’। ১৯৮৩ সালে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ভারতীয় ক্রিকেট দলের প্রথম বিশ্বকাপ জয়ের আখ্যান দেখাবে এই ছবি। ক্রিকেটার মহিন্দর অমরনাথের ভূমিকায় অভিনয় করবেন শাকিব।

Advertisement
Advertisement
আরও পড়ুন