Akshaye Khanna

প্রাতরাশ করেন না, খাওয়াদাওয়ায় খুব বেশি খরচ করতে নারাজ অক্ষয়, সারা দিন কাটান কী ভাবে?

মুম্বইয়ে খুব বেশি থাকেন না। মাসের অধিকাংশ সময় কাটান আলিবাগের বাড়িতে। মাপা জীবনযাপন অক্ষয় খন্নার। খাওয়াদাওয়া থেকে ঘুম— সব কিছুই প্রায় ঘড়ি ধরে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০২৬ ২০:৩৪
অক্ষয় খন্না।

অক্ষয় খন্না। ছবি: সংগৃহীত।

৫০-এ পা দিয়েও মেদহীন ছিপছিপে চেহারা অক্ষয় খন্নার। তাঁর মাথার চুল নিয়ে সম্প্রতি বিস্তর বিতর্ক হল। পরচুলা পরার জেদে তো একটি ছবিই হাতছাড়া হয়ে গেল অভিনেতার। মুম্বইয়ে খুব বেশি থাকেন না। মাসের অধিকাংশ সময় কাটান আলিবাগের বাড়িতে। মাপা জীবনযাপন তাঁর। তারকাসুলভ জীবনযাপনে বিশ্বাসী নন একেবারেই। খাওয়াদাওয়া থেকে ঘুম— সব কিছুই প্রায় ঘড়ি ধরে।

Advertisement

‘ধুরন্ধর’ ছবিতে রহমান বালোচের চরিত্রে দর্শকদের বিপুল প্রশংসা কুড়িয়েছেন অভিনেতা। এই ছবির মাধ্যমে অভিনয়জীবনে নতুন ইনিংস শুরু করলেন তিনি। ফের এক বার অক্ষয়কে নিয়ে মাতামাতি। তাঁকে খুঁজছেন একাধিক পরিচালক। তাঁর জীবনযাপন নিয়ে আগ্রহী দর্শকও। এক সাক্ষাৎকারে অভিনেতা জানান, তিনি দিনে মাত্র দু’বার খান। মধ্যহ্নভোজ ও নৈশভোজ। বহু বছর হল প্রাতরাশ মুখেও তোলেন না। দুপুরের খাবারে ডাল, ভাত, সব্জি, মাছ অথবা মাংস। রাতে রুটির একটু সব্জি ও চিকেন। সন্ধেবেলায় কেবল এক কাপ চা। তাতেই এমন চেহারার অধিকারী তিনি।

অভিনেতা জানান, ব্যয়বহুল ডায়েটের পক্ষপাতী নন তিনি। তাই নিজের যেটা মনে হয়, সেটা খান। সারা বছর এই একই ধরনের খাবার খান। অন্যথা করেন না। শুটিংয়ের সময় এই খাবারই খান। যদিও মাঝেমধ্যে অল্প মিষ্টি খান। তবে অক্ষয় জানান, তাঁর জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ঘুম। দিনে ১০ ঘণ্টা ঘুমোন তিনি।

Advertisement
আরও পড়ুন