Amitabh Bachchan

বাড়ির সামনেই রেগে আগুন বিগ বি! অমিতাভকে দেখে খোঁচা, ‘স্ত্রী জয়া বচ্চনের প্রভাব পড়ল নাকি?’

পরনে সাদা পাজামা ও পাঞ্জাবি। সেই সঙ্গে গায়ে ঘিয়ে রঙের শাল। চেনা সাজেই দেখা যায় অমিতাভকে। ‘জলসা’ থেকে বেরোচ্ছিলেন তিনি। তখনই রেগে আগুন তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২০ জুলাই ২০২৫ ১৯:১৫
রেগে আগুন অমিতাভ।

রেগে আগুন অমিতাভ। ছবি: সংগৃহীত।

মুম্বইয়ে ‘জলসা’র নীচে রোজই নানা বয়সের মানুষের ভিড় জমে। কনকনে শীত কিংবা কাঠফাটা গরম, অমিতাভ বচ্চনকে এক বার দর্শনের জন্য ভিড় করেন তাঁর অনুরাগীরা। বিশেষত বিগ বি’র জন্মদিনে কিংবা তাঁর কোনও ছবি মুক্তি পেলে তখন অমিতাভের বাড়ির সামনে তিল ধারণের জায়গা থাকে না। উদ্দেশ্য একটাই, অমিতাভকে এক ঝলক দর্শন। কিন্তু এ বার নিজের বাড়ির সামনেই রেগে আগুন অমিতাভ। চটে গেলেন ছবিশিকারিদের উপর। কিন্তু ঠিক কী হয়েছিল?

Advertisement

পরনে সাদা পাজামা ও পাঞ্জাবি। সেই সঙ্গে গায়ে ঘিয়ে রঙের শাল। চেনা সাজেই দেখা যায় অমিতাভকে। ‘জলসা’ থেকে বেরোচ্ছিলেন তিনি। কিন্তু হঠাৎই ছবিশিকারিদের দেখতে পেয়ে মেজাজ হারান অমিতাভ। ছবিশিকারিদের দিকে আঙুল তুলে এগিয়ে এসে অমিতাভ বলেন, “এই, ভিডিয়ো করবে না। এখনই বন্ধ করো।” তারকাকে খুবই তিতিবিরক্ত মনে হচ্ছিল। এই ঘটনার মুহূর্ত সমাজমাধ্যমে ভাইরাল।

বিগ বিকে খুবই কমই ছবিশিকারিদের ক্যামেরায় দেখা যায়। সাধারণত কড়া নিরাপত্তা বেষ্টনী ঘিরে থাকে তাঁকে। তবে কিছু বিশেষ উপলক্ষে জনসমক্ষে ধরা দেন। যেমন জন্মদিনে ছবিশিকারিদের ক্যামেরার সামনে হাতজোড় করে ধরা দেন এবং শুভেচ্ছাবার্তা গ্রহণ করেন। অনুরাগীদের শুভেচ্ছাতেও সাড়া দেন। কিন্তু এই ভিডিয়োয় একেবারে অন্য মেজাজে ধরা দিলেন তিনি।

সাধারণত ক্যামেরার সামনে বার বার মেজাজ হারাতে দেখা যায় জয়া বচ্চনকে। তাই নিন্দকেরা খোঁচা দিয়ে বলেছেন, “অমিতাভ বচ্চনও কি জয়া বচ্চনের মতো হয়ে গেলেন! ক্যামেরা দেখেই রেগে যাচ্ছেন কেন? স্ত্রীর প্রভাব পড়েছে!”

Advertisement
আরও পড়ুন