বিপাকে অঙ্কিতা ও ভিকি। ছবি: সংগৃহীত।
মুম্বইয়ে ৭০ কোটি টাকার ফ্ল্যাটে থাকেন ছোটপর্দার অভিনেত্রী অঙ্কিতা লোখন্ডে। ছত্তীসগঢ়ের ব্যবসায়ী ভিকি জৈনকে বিয়ে করার পর থেকে বিলাসবহুল জীবন কাটাচ্ছেন অভিনেত্রী। ভিকি একা অঙ্কিতার নয়, অভিনেত্রীর পরিবারের যাবতীয় দায়িত্ব নিয়েছেন, এমনটাই জানান অঙ্কিতা। এ বার অঙ্কিতার শ্বশুরবাড়িতে আয়কর হানা।
গত ১২ ডিসেম্বর সকাল থেকে একটানা এই তল্লাশি অভিযান চলেছে বলে খবর। অঙ্কিতার শ্বশুরবাড়িতেই শুধু নয়, তাঁদের অফিস ও ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং ভিকি জৈনের পরিবারের সঙ্গে যুক্ত ১১টি ঠিকানায় একই সঙ্গে হানা দেয় রায়পুর থেকে আসা বিশেষ জিএসটি দল। অভিযোগ, ভিকি জৈনদের ব্যবসায়িক সংস্থা আয়করের ক্ষেত্রে গুরুতর গরমিল করেছে এবং মোটা অঙ্কের কর ফাঁকি দিয়েছে।
প্রাথমিক তদন্তে জানা যায়, মূলত ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে করের হিসাবে ব্যাপক কারচুপি করা হয়েছে। কয়েক ঘণ্টার তল্লাশি অভিযানের পর ছত্তীসগঢ়ের তিনটি কয়লা ব্যবসায়ী মোটা টাকা জরিমানা দিতে বাধ্য হন। সব থেকে বেশি টাকা দিয়েছে অঙ্কিতার শ্বশুরবাড়ির ব্যবসায়িক প্রতিষ্ঠান। সব মিলিয়ে মোট ২৭.৫ কোটি টাকারও বেশি কর এবং জরিমানা সেই রাজ্যের কোষাগারে জমা পড়েছে। এর মধ্যে ভিকি জৈনদের পারিবারিক সংস্থাটি শুরুতেই প্রায় ১০ কোটি টাকা জরিমানা দেয় বলে জানা গিয়েছে। পরের দিন আরও দুটি সংস্থা ১১ কোটি এবং ৬.৫ কোটি টাকা জমা দেয়। যদিও পরিবারের এমন দিনে অঙ্কিতা ১৪ ডিসেম্বর নিজেদের বিবাহবার্ষিকী পালন করতে ভোলেননি।