Punjab’s Kabaddi Player Shot

মোহালিতে ম্যাচ চলাকালীন চলল গুলি, মাঠেই লুটিয়ে পড়লেন কবাডি খেলোয়াড়! হামলার কারণ নিয়ে ধোঁয়াশা

সোমবার বিকেলে মোহালির সেক্টর ৮২-র একটি মাঠে কবাডি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানের আয়োজক ছিলেন রানা। তাঁর মাথা এবং মুখে গুলি লাগে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৫ ২২:২৩
Kabaddi player Rana Balachauria shot at match in Mohali

কাবাডি খেলোয়াড় রানা বালাচৌরিয়া। — ফাইল চিত্র।

কবাডির ম্যাচ চলাকালীন আচমকাই গুলিবর্ষণ। গুলির আঘাতে গুরুতর জখম রানা বালাচৌরিয়া নামের এক কবাডি খেলোয়াড়! তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর।

Advertisement

সোমবার বিকেলে মোহালির সেক্টর ৮২-র একটি মাঠে কবাডি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানের আয়োজক ছিলেন রানা। একই সঙ্গে ওই প্রতিযোগিতায় যোগও দেন তিনি। বিকেল সাড়ে ৫টা নাগাদ তাঁর দলের কবাডি ম্যাচ চলছিল। তখনই গুলি চলে। প্রত্যক্ষদর্শীদের মতে, অনেকেই ওই প্রতিযোগিতা দেখতে মাঠে এসেছিলেন। ম্যাচ চলাকালীন আচমকাই গুলির শব্দ শোনা যায়। গুলি চলার সঙ্গে সঙ্গেই ভিড়ের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়।

পুলিশ জানিয়েছে, গুলি লাগে রানার মাথা এবং মুখে। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু বাঁচানো যায়নি তাঁকে। কারা এই গুলিকাণ্ডের নেপথ্যে জড়িত, তা এখনও স্পষ্ট নয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ম্যাচ চলাকালীন একটি চারচাকা গাড়িতে চেপে আসেন কয়েক জন। গাড়ি থেকেই আচমকা গুলি চালান তাঁরা। তবে কেউ কেউ বলছেন, গাড়িতে নয়, আততায়ীরা এসেছিলেন বাইকে চেপে।

ম্যাচ চলাকালীন মাঠে আতশবাজি পুড়ছিল। অনেকেই প্রথমে গুলির শব্দ বুঝতে পারেননি। আতশবাজির শব্দ ভেবে ভুল করেন। কিন্তু কয়েক মুহূর্ত পরেই বিষয়টি বুঝতে পেরেই দর্শকেরা ছোটাছুটি শুরু করেন। ওই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এক জন ডেপুটি পুলিশ সুপার (ডিএসপি)। তবে তিনি অনুষ্ঠানস্থল ছাড়ার কিছু ক্ষণ পরেই ঘটনাটি ঘটে। গুলি চালিয়েই গাড়ি নিয়ে ঘটনাস্থল থেকে পালায় আততায়ীরা। তাদের খোঁজে তল্লাশি অভিযান শুরু হয়েছে। কেন এই হামলা, তা-ও এখনও স্পষ্ট নয়। শুধু তা-ই নয়, রানাই কি হামলাকারীদের মূল নিশানা ছিল, সে সম্পর্কে ধোঁয়াশা রয়েছে।

Advertisement
আরও পড়ুন