Chemistry Of Kanchan Mullick And Sreemoyee Chattoraj

একসঙ্গে তিন জন! কাঞ্চন মল্লিক ‘হারেম’ খুলেছেন নাকি? স্বামীকে ভেজা চুম্বন করে প্রশ্ন শ্রীময়ীর

“বিয়ে করে প্রচণ্ড গালাগালি খেয়েছিলাম। অন্য মেয়ের সঙ্গে কাঞ্চনের ছবি দিতেই দেখি আমার কত শুভাকাঙ্খী! সকলেই বিয়ে বাঁচাতে চাইছে।”

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০২৫ ১৫:৩৩
কাঞ্চন মল্লিক, শ্রীময়ী চট্টরাজের রসায়ন।

কাঞ্চন মল্লিক, শ্রীময়ী চট্টরাজের রসায়ন। ছবি: ফেসবুক।

নিজের বরকে চুম্বন করে খবরে শ্রীময়ী চট্টরাজ! প্রসঙ্গ তুলতেই অভিনেত্রী হেসে খুন। আনন্দবাজার ডট কম-কে বললেন, “আমি প্রেম করায় কাঞ্চন মল্লিকের দিকে মেয়েরা ফিরে তাকাচ্ছেন! আমার ছোঁয়ায় ও ‘ট্রেন্ডি’!”

Advertisement

দিন দুই আগে অভিনেত্রী অলিভিয়া সরকার আর শোলাঙ্কি রায়ের সঙ্গে ছবি তুলে সা়ড়া ফেলে দিয়েছিলেন কাঞ্চন। সেই ছবি ভাগ করে শ্রীময়ী লিখেছিলেন, “কাঞ্চন আবার! আর না।” সঙ্গে সঙ্গে কাঞ্চন-শ্রীময়ীর বিচ্ছেদ আসন্ন, এমন আশঙ্কায় ব্যতিব্যস্ত নেটাগরিক। সংবাদমাধ্যম তোলপাড় দম্পতির বিয়ে ভাঙার খবরে। তার পরেই স্বামীকে ভেজা চুম্বন করার ছবি। নতুন করে চর্চা শুরু, স্বামীকে ধরে রাখতেই কি স্ত্রীর অত আয়োজন?

কাঞ্চন-শ্রীময়ীর চুম্বনের ছবি।

কাঞ্চন-শ্রীময়ীর চুম্বনের ছবি। ছবি: ফেসবুক

বক্তব্য শুনে শ্রীময়ীর জবাব, “দেখুন, এ ভাবে কাউকে ধরে রাখা যায় না। যিনি থাকার, তিনি কিছু না করলেও থাকবেন। যিনি চলে যাওয়ার, তাঁকে হাজার চেষ্টাতেও ধরে রাখা যাবে না।” দাবি করেছেন, “মধুচন্দ্রিমায় বিদেশে যাওয়ার খুব ইচ্ছা ছিল। সেটা হল না। তাই কাঞ্চনকে আবদার করলাম, নিজের শহরেই না হয় দ্বিতীয়বার মধুচন্দ্রিমা সারি।” সেইমতো তাঁরা পৌঁছে গিয়েছিলেন শহরের এক সাততারা হোটেলে। জমিয়ে বিদেশি খানা খেয়েছেন। “সঙ্গে চুম্বনও”, হাসতে হাসতে বললেন কাঞ্চন-পত্নী।

কথায় কথায় শোলাঙ্কি-অলিভিয়ার প্রসঙ্গ উঠতেই ফের রসিকতা। বলে উঠলেন, “আমার সঙ্গে কাঞ্চনের বিচ্ছেদ হয়নি। তার মানে আমিও আছি। তা হলে একসঙ্গে তিন জনের সঙ্গে ও আছে!” প্রচণ্ড হাসতে হাসতে জানতে চেয়েছেন, “কাঞ্চন মল্লিক হারেম খুলেছেন নাকি?” তার পর খোলসা করেছেন আসল ঘটনা। দুই অভিনেত্রীর সঙ্গে তাঁদের দেখা হয়েছিল। তিনিই ওঁদের সঙ্গে কাঞ্চনের ছবি তোলেন। জানান, তিনি মজার বিবরণী লিখে প্রকাশ্যে আনবেন। রসিকতার ফলাফল যে এ-ই হবে, তিনি কী করে বুঝবেন?

এই জায়গা থেকে শ্রীময়ীর আফসোস, এখনকার মানুষ মজা করতে ভুলে গিয়েছেন। সব কিছুই বড্ড জটিল করে দেখেন। এ-ও দাবি করেছেন, “বিয়ে করে প্রচণ্ড গালাগালি খেয়েছিলাম। অন্য মেয়ের সঙ্গে কাঞ্চনের ছবি দিতেই দেখি আমার কত শুভাকাঙ্খী! সকলেই আমাদের বিয়ে বাঁচাতে চাইছে।”

Advertisement
আরও পড়ুন