Vegetable Seller Robbed

জাতীয় সড়কে কেপমারি, সব্জি বিক্রেতার চোখে ধুলো দিয়ে টাকার ব্যাগ নিয়ে পালাল দুষ্কৃতী

নিত্যদিনের মতো জাতীয় সড়কের ধারে সব্জি বিক্রি করছিলেন এক কল্পনা মাঝি নামের এক প্রৌঢ়া।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৫ ০১:০৬
ঘটনাস্থলে পুলিশ।

ঘটনাস্থলে পুলিশ। ফাইল চিত্র।

সব্জি বিক্রেতার টাকার ব্যাগ ছিনতাইয়ের ঘটনায় চঞ্চল্য ছড়াল পূর্ব বর্ধমানে। শনিবার আউসগ্রামের বড়া চৌমাথা মোড়ের বর্ধমান–সিউড়ি জাতীয় সড়কের ধারে এই ঘটনা ঘটে। পলাতক ছিনতাইকরী।

Advertisement

সূত্রের খবর, নিত্যদিনের মতো জাতীয় সড়কের ধারে সব্জি বিক্রি করছিলেন এক কল্পনা মাঝি নামের এক প্রৌঢ়া। সেই সময় মোটরবাইকে চেপে সেখানে হাজির হন অজ্ঞাতপরিচয়ের এক যুবক। পিকনিকের জন্য প্রচুর সব্জি লাগবে বলে কল্পনাদেবীর কাছে সব্জি কেনার কথা জানান। সেই সময় কল্পনাদেবী কোনও কারণে একটু অন্যমনস্ক হলে সেই সুযোগে পাশে রাখা টাকার ব্যাগটি নিয়ে চম্পট দেন ওই যুবক। বিষয়টি বুঝতে পেরে তিনি চিৎকার করে আশপাশের লোকজনকে ডাকেন কিন্তু তত ক্ষণে পালিয়ে যান অভিযুক্ত যুবক। ব্যবসার পুঁজি হারিয়ে ভেঙে পড়েছেন ওই প্রৌঢ় সব্জি বিক্রেতা।

ঘটনাস্থলে পৌঁছোয় গুসকরা ফাঁড়ির পুলিশ। তদন্ত শুরু হয়েছে বলেও জানান তাঁরা।

Advertisement
আরও পড়ুন