Raveena Tandon

অন্যত্র বিয়ে, তবু ভালবাসা রয়েই গিয়েছে অক্ষয়-রবীনার মধ্যে! রাষা, আরভই কি তার চিহ্ন?

একাধিক প্রেম। একাধিক বিচ্ছেদ। সাতপাক ঘোরা অন্যের সঙ্গে। তবু প্রেম অমর! প্রাক্তনের নামের অক্ষর জুড়ে গেল সন্তানের নামে!

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৫ মার্চ ২০২৫ ১৫:০৭
অক্ষয় কুমার-রবীনা টন্ডনের প্রেম অমর?

অক্ষয় কুমার-রবীনা টন্ডনের প্রেম অমর? ছবি: সংগৃহীত।

এক সময় উদ্দাম প্রেম ছিল তাঁদের। বাস্তবের সেই রসায়ন চুঁইয়ে পড়ত রুপোলি পর্দাতেও। অক্ষয় কুমার-রবীনা টন্ডন! ‘মোহরা’ ছবির ‘টিপ টিপ বরসা পানি’ সবচেয়ে ভাল উদাহরণ। সেই প্রেম যদিও পূর্ণতা পায়নি। রবীনা ব্যবসায়ী অনিল থাডানির ঘরনি। অক্ষয়ও অন্য কারও বর। সাত পাকে বাঁধা পড়েছেন রাজেশ খন্না-ডিম্পল কাপাডিয়ার বড় মেয়ে টুইঙ্কল খন্নার সঙ্গে।

Advertisement

কিন্তু মুছব বললেই কি পুরনো প্রেম এত সহজে মোছা যায়? না কি ভোলা যায়?

বলিউডে আজও ফিসফাস, প্রেম রয়েই গিয়েছে অক্ষয়-রবীনার মধ্যে। যার চিহ্ন নাকি বহন করছেন অক্ষয়-পুত্র আরভ, রবীনা-কন্যা রাষা! কী ভাবে?

দুই তারকা-সন্তানের নামে দুই তারকার নামের অক্ষর জড়ানো। অনেকেরই দাবি, আরভ-এর ‘র’ অক্ষরটি নাকি রবীনার থেকে নেওয়া। একই ভাবে রাষার ‘ষ’-এ সম্ভবত অক্ষয়ের ছায়া। বিষয়টি আবিষ্কারের পর থেকেই বলিউডে কানাকানি শুরু। আবার নতুন করে চর্চা অক্ষয়-রবীনার প্রেম নিয়ে। খবর, এক সময় বাগ্‌দান হয়ে গিয়েছিল তাঁদের। তার পর কখনও শিল্পা শেট্টি কখনও আয়েশা জুলকার সঙ্গে নাম জড়ায় অক্ষয়ের। সেই গুঞ্জন কানে যেত রবীনার। শুটিং থামলেই সেটের এক কোণে বসে নাকি চোখের জল ফেলতেন তিনি!

অবশেষে বিচ্ছেদ, আর পর্দা ভাগ করেননি তাঁরা কখনও। সম্প্রতি, এক অনুষ্ঠান মঞ্চে দীর্ঘ বছর পর মুখোমুখি দু’জনে। দুই তারকার অনুরাগীদের দাবি, সৌজন্য সাক্ষাতেও অতীত রসায়নের ছায়া ছিল পুরো মাত্রায়।

Advertisement
আরও পড়ুন