Arijit Singh Ed Sheeran

অরিজিতের স্কুটিতে চেপে ঘুরে জিয়াগঞ্জের পানীয়ে মজলেন ব্রিটিশ পপ তারকা এড শিরান, তার পর...

গায়কের স্কুটিতে চেপে সারা জিয়াগঞ্জ ঘুরে বেড়াচ্ছেন এড। সেই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। তবে শুধুই ঘোরাই নয়, জিয়াগঞ্জের কোন খাবার মন জয় করল ব্রিটিশ পপ তারকার?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:০২
এড শিরানকে কী খাওয়ালেন অরিজিৎ?

এড শিরানকে কী খাওয়ালেন অরিজিৎ? গ্রাফিক-আনন্দবাজার অনলাইন।

ভারতে পা রাখার পর থেকেই নানা কাণ্ডকারখানা করছেন ব্রিটিশ পপ তারকা এড শিরান। কখনও তিনি ফুটপাথে গান গাইছেন, কখনও আবার নাপিতের কাছে গিয়ে চুলে তৈলমর্দন করাচ্ছেন। কখনও অহমদাবাদ, কখনও বেঙ্গালুরু। কথা ছিল এর পর গায়ক যাবেন শিলংয়ে তাঁর পরবর্তী অনুষ্ঠানে। কিন্তু আচমকাই মত বদল। এড চলে আসেন জিয়াগঞ্জে। গায়ক অরিজিৎ সিংহের বাড়িতে। সেখানেই গায়কের স্কুটিতে চেপে সারা জিয়াগঞ্জ ঘুরে বেড়ান এড। সেই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। তবে শুধুই ঘোরা নয়, জিয়াগঞ্জের বিশেষ পানীয়ে মনও মজল এডের।

Advertisement

কালো জ্যাকেট এবং চোখে রোদচশমা পরে স্কুটি চালাচ্ছেন অরিজিৎ। পিছনে বসে শিরান। তাঁর পরনেও কালো জ্যাকেট। দুই তারকাকে দেখতে রাস্তার ধারে ভিড় জমে গিয়েছে। ভিডিয়োটি অরিজিৎ-ভক্তদের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। সোমবারই জিয়াগঞ্জে পা রেখেছেন এড। ওই বিকেলে শিরানকে নিয়ে গঙ্গায় নৌকাবিহার করেন অরিজিৎ। ৩০ মিনিট নৌকায় ছিলেন তাঁরা। সেই সময় অরিজিৎ এবং এড শিরানকে দেখতে গঙ্গার ধারে ভিড় জমিয়েছিলেন স্থানীয় মানুষেরা। সেখান থেকে আবার গায়কের বাড়ি ফিরে আসেন দু’জনে। ফেরার পথে জিয়াগঞ্জের রাস্তার ধারে দাঁড়িয়ে লস্যি বানানো দেখেন এড। চেখে দেখলেন এক গ্লাস লস্যিও।

Advertisement
আরও পড়ুন