Arijit Singh

সিনেমায় গান ছাড়ার সিদ্ধান্তের নেপথ্যে রয়েছে কোন কারণ? নিজেই খোলসা করলেন অরিজিৎ

সিনেমার সফরে ইতি টানলেন অরিজিৎ। গায়কের এ হেন পোস্টে মন ভেঙেছে অনুরাগীদের। কোন তাগিদ থেকে এই সিদ্ধান্ত নিলেন তিনি? অরিজিৎ নিজেই জানিয়েছেন সে কথা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০২৬ ১২:১৭
অরিজিৎ সিংহ।

অরিজিৎ সিংহ। ছবি: সংগৃহীত।

রিয়্যালিটি শো থেকে যাত্রা শুরু, মাঝে কয়েক বছর অবশ্য অন্তরালে ছিলেন। সুরকার প্রীতম চক্রবর্তীর কাছে কাজ শিখছিলেন। এর পরে হিন্দি, বাংলা-সহ একাধিক ভাষায় গান গেয়েছেন। যে গানই গেয়েছেন, সেটাই হিট্। এ বার সেই সিনেমার সফরে ইতি টানলেন অরিজিৎ। গায়কের এ হেন পোস্টে মন ভেঙেছে অনুরাগীদের। কোন তাগিদ থেকে এই সিদ্ধান্ত নিলেন তিনি? অরিজিৎ নিজেই জানিয়েছেন সে কথা।

Advertisement

‘ধুরন্ধর’ ছবিতে অরিজিতের গাওয়া ‘গহেরা হুয়া’ এখনও লোকের মুখে মুখে ঘুরছে। এমনকি বাংলা ছবি ‘লহ গৌরাঙ্গের নাম রে’-তে তাঁর গাওয়া ‘ক্ষণে গোরাচাঁদ ক্ষণে কালা’ একই ভাবে জনপ্রিয় হয়েছে। তিনি নিজের শর্তে গেয়ে থাকেন। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পীরা তাঁর সঙ্গে গাইতে জিয়াগঞ্জে তাঁর বাড়িতে আসেন। এত জনপ্রিয়তা, সিনেমার প্লেব্যাকের অর্থ— সব ছেড়ে দিলেন এক মুহূর্তে। কেন? অরিজিৎ নিজের এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘‘এমন একটা সিদ্ধান্ত নেব, অনেক দিন ধরেই ভেবেছিলাম। অবশেষে সাহস জোগাড় করতে পেরে ঘোষণা করলাম। সোজা ভাবে বলতে গেলে, আমার খুব সহজেই একঘেয়েমি চলে আসে। যে কারণে আমি আমার গানের অ্যারেঞ্জমেন্ট প্রায়ই বদলে বদলে মঞ্চে পারফর্ম করি। সেই কারণে আমি ক্লান্ত হয়ে গিয়েছি, নতুন ধরনের সঙ্গীতের খোঁজে নামছি।’’

তবে শুধু এটুকুই নয়, শেষে অরিজিতের সংযোজন, ‘‘আমি আসলে নতুন ধরনের গায়ক-গায়িকাদের গান শুনতে চাই। যাঁরা আমাকে অনুপ্রাণিত করতে পারবেন।’’ তবে গান তিনি ছাড়ছেন না, সে কথা স্পষ্ট করেছেন নিজেই। চলতি বছরে তাঁর ইতিমধ্যেই রেকর্ড করা নতুন গান মুক্তি পেতে পারে বলেও জানিয়েছেন।

Advertisement
আরও পড়ুন