Munawar Faruqui's net worth

ক্লাস ফাইভ অবধি পড়াশোনা, জেল খেটেছেন, ডোংরির ছেলে ‘বিগ বস্’ জয়ী মুনওয়র কত কোটি টাকার মালিক?

পয়সার অভাবে খুব বেশি পড়াশোনা করে উঠতে পারেননি। কিন্তু এই মুহূর্তে ভারতের খ্যাতনামী ‘স্ট্যান্ডআপ কমেডিয়ান’। গত কয়েক বছরে তাঁর সম্পত্তির পরিমাণ ফুলে ফেঁপে উঠেছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০২৬ ১১:০৮
Munawar Faruqui once behind the bars live in Dongri What his Current Net Worth

মুনওয়র ফারুকীর সম্পত্তির পরিমাণ কত? ছবি: সংগৃহীত।

প্রায়ই বিতর্কে জড়িয়ে খবরের শিরোনামে উঠে আসেন মুনওয়র ফারুকী। বিভিন্ন কৌতুকানুষ্ঠানে হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগও উঠেছিল তাঁর বিরুদ্ধে। এই অভিযোগের ভিত্তিতে জেলও খেটেছিলেন। ‘বিগ বস্ ১৭’-এর বিজেতা তিনি। যদিও খুব বেশি পড়াশোনা করে উঠতে পারেননি। কিন্তু এই মুহূর্তে ভারতের খ্যাতনামী ‘স্ট্যান্ডআপ কমেডিয়ান’। গত কয়েক বছরে সম্পত্তির পরিমাণ ফুলে ফেঁপে উঠেছে মুনওয়রের।

Advertisement

শব্দ জুড়ে জুড়ে অনায়াসে কবিতা বানিয়ে দেন মুনওয়র। যদিও পড়াশোনা পঞ্চম শ্রেণি পর্যন্ত। সংসারে আর্থিক টানাটানির জেরে অল্প বয়সেই পড়াশোনায় দাঁড়ি টানতে হয়। গুজরাতের বাসিন্দা হলেও একসময় সব ছেড়েছুড়ে চলে যান মুম্বইয়ে। সেখানে ডোংরি এলাকায় থাকতে শুরু করেন। প্রসঙ্গত, এই ডোংরি এলাকাতেই আন্তর্জাতিক মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের বেড়ে ওঠা।

অল্প বয়স থেকে কাজ শুরু করতে হয় মুনওয়রকে। কিন্তু ইউটিউবের মাধ্যমে পরিচিতি পেতে শুরু করেন মুনওয়র। তার পর মঞ্চে পারফর্ম করা শুরু। টিকিট কেটে দর্শক তাঁর কথা শুনতে আসেন। ভাইরাল হয় মুনওয়রের সেই সব ভিডিয়ো। সেখান থেকে ‘বিগ বস্’-এর ডাক আসে তাঁর। শেষমেশ ‘বিগ বস্ ১৭’-এর বিজেতাও হন তিনি। সেই সময় পুরস্কার মূল্য পান ৫০ লক্ষ টাকা, সঙ্গে একটি গাড়িও!

একটা সময় অর্থের অভাবে পড়াশোনা করতে পারেননি। আত্মহত্যার পথ বেছে নিতে হয় তাঁর মাকে। যদিও বর্তমানে মুনওয়র শুধু ইনস্টাগ্রামের কোলাবরেশন থেকে উপার্জন করেন ১৫ লক্ষ টাকা, ইউটিউব থেকে আয় হয় ৮ লক্ষ টাকা। আর অনুষ্ঠানপ্রতি তিনি এখন নেন প্রায় সাড়ে তিন লক্ষ টাকা। বর্তমানে তাঁর সম্পত্তির পরিমাণ আনুমানিক ১০ কোটি টাকা।

Advertisement
আরও পড়ুন