Aryan Khan The Bads of Bollywood Screening

শাহরুখ-পুত্র আরিয়ান খান পরিচালিত ‘ব্যাডস অফ বলিউড’-এর প্রদর্শনীতে হাজির তাবড় তারকারা, কে কে এলেন?

শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। অভিনয় নয়, বেছে নিয়েছেন পরিচালনা। ‘দ্য ব্যাডস অফ বলিউড’ মুক্তির আগে হয়ে গেল বিশেষ প্রদর্শনী।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৫ ১১:৩৬
সপরিবার শাহরুখ খান। ছবি: সংগৃহীত।

সপরিবার শাহরুখ খান। ছবি: সংগৃহীত।

১৮ সেপ্টেম্বর থেকে নেটফ্লিক্সে দেখা যাবে আরিয়ান খান পরিচালিত ‘দ্য ব্যাডস অফ বলিউড’। দর্শকের সামনে আনার আগে এক বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। শাহরুখ-পুত্রের প্রথম কাজের বিশেষ প্রদর্শনীতে হাজির ছিলেন তাবড় বলিউড তারকারা। সেখানেই পরিচালকের হাতে উঠল ক্যামেরা। আরিয়ানের ফ্রেমে বন্দি কে কে?

Advertisement

এ দিনের অনুষ্ঠানে স্বাভাবিক ভাবেই উপস্থিত ছিল গোটা খান পরিবার। শাহরুখ-গৌরীর সঙ্গে ছিলেন সুহানা ও আব্রাম। সেই সঙ্গে উপস্থিত ছিলেন অনন্যা পাণ্ডে। ছেলের প্রথম কাজের বিশেষ প্রদর্শনীতে এসেই ছবিশিকারিদের সঙ্গে হালকা মেজাজে মজা করতে দেখা গেল শাহরুখ খানকে। পোজ় দিতে দেখা গেল তাঁকে। এরই মাঝে আরিয়ানকে দেখা গেল ক্যামেরা হাতে। ‘চিত্রগ্রাহক’ ছেলে ছবিশিকারিদের সঙ্গে নিখুঁত ফ্রেমে বন্দি করলেন ‘কিং’ বাবাকে। এর পর তিনি গোটা পরিবারের সঙ্গেও পোজ় দেন।

সুহানা খানকে এ দিন দেখা যায় চোখধাঁধানো হলুদ ড্রেসে। ঝলমলে রুপোলি রঙের পোশাকে নজর কাড়েন অভিনেত্রী অনন্যা পাণ্ডে। দেখা মেলে অর্জুন কপূরেরও। গাঢ় গোলাপি পোশাকে উপস্থিত ছিলেন অমিতাভ বচ্চনের নাতনি, নব্যা নবেলী নন্দা। পোজ় দেন ঈশা অম্বানির সঙ্গে। শাহরুখের সঙ্গে এক ফ্রেমে দেখা গেল কাজল ও অজয় দেবগনকে। নিজস্বী তুললেন গৌরী, সুহানা, আরিয়ানের সঙ্গেও। উপস্থিত ছিলেন কর্ণ জোহর, আলিয়া ভট্ট, রণবীর কপূর, অ্যাটলি, ফারহা খান, ফারহান আখতার, মাধুরী দীক্ষিত, অগস্ত্য নন্দা, ভিকি কৌশল, বিজয় বর্মা, খুশি কপূর। পরের দিকে ‘দ্য ব্যাডস অফ বলিউড’-এর সকল কলাকুশলীর সঙ্গে ছবির জন্য পোজ় দেন পরিচালক আরিয়ান খান। ফ্রেমে ছিলেন ববি দেওল, রজত বেদী, রাঘব জুয়াল।

Advertisement
আরও পড়ুন