Jaya Bachchan

‘পাপারাৎজি’রা যেন অসহ্য, তাঁদের পোশাক নিয়ে মন্তব্য জয়ার, পাল্টা কী বললেন আশুতোষ রানা

সম্প্রতি মুম্বইয়ে আলোকচিত্রীদের উপর অগ্নিবর্ষণ ক্ষুব্ধ জয়া বচ্চন। ‘পাপারাৎজ়ি’ সংস্কৃতিতে একেবারেই বিশ্বাসী নন তিনি। এ বার জয়াকে পাল্টা কী বললেন খল নায়ক আশুতোষ রানা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৫ ২২:৩৩
জয়া বচ্চন।

জয়া বচ্চন। ছবি: সংগৃহীত।

পর্দায় আশুতোষ রানাকে অধিকাংশ সময় খলচরিত্রেই দেখা গিয়েছে। এমন সব চরিত্রে অভিনয় করেছেন যা দেখেই রীতিমতো শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গিয়েছে দর্শকদের। যদিও বাস্তব জীবনে তিনি মিতভাষী। উল্টো দিকে, জয়া বচ্চন বেশির ভাগ সময় লাজুক নায়িকার চরিত্রে দেখা গিয়েছে। সম্প্রতি মুম্বইয়ে আলোকচিত্রীদের উপর অগ্নিবর্ষণ করেন। ‘পাপারাৎজ়ি’ সংস্কৃতিতে একেবারেই বিশ্বাসী নন তিনি। সে কথাও বলেছেন বহু বার। এ বার প্রকাশ্যে প্রশ্ন তুললেন জয়া। বললেন, “নোংরা জামাকাপড় পরে চলে আসে, এরা কারা? ওদের কি কোনও পড়াশোনা আছে?” অভিনেত্রী এমন মন্তব্যের সঙ্গে কি সহমত পর্দায় খলনায়ক?

Advertisement

জয়ার বাবা তরুণকুমার ভাদুড়ীও ছিলেন সাংবাদিক। দুটি নামী পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন তিনি। একাধিক উপন্যাসও লিখেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য ‘অভিশপ্ত চম্বল’। সাংবাদিকের মেয়ে হিসাবে কখনও এই ‘পাপারাৎজি’ সংস্কৃতি মেনে নিতে পারেন না জয়া। প্রকাশ্যে নিজের বিরক্তি দেখিয়ে ফেলেন। জয়ার এ হেন মন্তব্যের বিরোধিতা কিংবা তাঁর পক্ষ কোনওটাই নেননি। উল্টে আশুতোষ বলেন, ‘‘প্রতিটা মানুষের নিজস্ব মূল্যবোধ রয়েছে জীবনে। আমরা শিল্পীরা সংবেদনশীল ও স্পর্শকাতর। আমাদের সংবেদনশীলতার কারণে মাঝেমধ্যে আমাদের মনে হয় আমরা অন্যকে আক্রমণ করে ফেলছি। আসলে আর পাঁচটা সাধারণ মানুষের মতো ঈশ্বর আমাদেরকেও সৃষ্টি করেছেন।’’

Advertisement
আরও পড়ুন