Rhea Chakraborty

বিয়ে করেননি, মা হতে চান রিয়া চক্রবর্তী, ইতিমধ্যেই কোন প্রক্রিয়া শুরু করে দিয়েছেন অভিনেত্রী

আপাতত বিয়ের পরিকল্পনা নেই। চলতি বছর ৩৩-এ পা দিলেন রিয়া। এ বার মা হওয়ার ইচ্ছে প্রকাশ করলেন অভিনেত্রী।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৫ ১৯:২১
মা হতে চান রিয়া চক্রবর্তী।

মা হতে চান রিয়া চক্রবর্তী। ছবি: সংগৃহীত।

সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পর থেকে জীবনে একাধিক চড়াই-উতরাই দেখেছেন রিয়া চক্রবর্তী। সুশান্তের আত্মহত্যার ঘটনায় নাম জড়িয়েছিল অভিনেতার প্রেমিকা রিয়ার। তার জেরে প্রায় মাস তিনেক হাজতবাসও হয় তাঁর। জেল থেকে ছাড়া পেয়ে টেলিভিশনে কাজ পেলেও সিনেমায় সে ভাবে আর দেখা যায়নি রিয়াকে। তার পর নিজের ব্র্যান্ড তৈরি করেন তিনি। চলতি বছর ৩৩-এ পা দিলেন রিয়া। এ বার মা হওয়ার ইচ্ছে প্রকাশ করলেন অভিনেত্রী।

Advertisement

সম্প্রতি হুমা কুরেশির পডকাস্টে এসে নিজের এই মনোবাসনার কথা জানান রিয়া। ইতিমধ্যেই স্ত্রীরোগ বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী, নিজের ডিম্বাণু সংরক্ষণের দিকে একধাপ এগিয়েছেন। রিয়া আক্ষেপের সুরে বলেন, ‘‘শরীরের যে ঘড়িটা দৌড়োচ্ছে সে বলছে, যাতে এখনই মা হয়ে যাই। কিন্তু কেরিয়ারের চিন্তায় পিছিয়ে যাচ্ছি। ব্যবসা বড় করতে হবে। সব দায়িত্বই রয়েছে।’’

তবে বিয়ে না করেই যে মা হবেন এমন কোনও পরিকল্পনা যেমন রিয়ার নেই। পাশাপাশি রিয়া স্পষ্ট করে দেন, বিয়ে করার জন্য যেমন সঠিক বয়স হয় না। বিয়ে করতে সে রকম মানুষও পেতে হয়। সে ক্ষেত্রে খানিকটা দেরি হয়ে গেলে ডিম্বাণু সংরক্ষণ একটা বিকল্প হতেই পারে। রিয়া সেই মতাদর্শেই বিশ্বাসী।

Advertisement
আরও পড়ুন