Virat Kohli

আড়ালে অবনীতের ছবি দেখেন বিরাট! লাজুক হেসে কী জবাব দিলেন অভিনেত্রী?

মাস খানেক আগে বিরাট-অনুষ্কা উইম্বলডনের কোর্টে হাজির হন যেদিন, সেই একই দিনে সেখানে উপস্থিত ছিলেন অবনীত। বিরাটকে নিয়ে এ বার কী মন্তব্য করলেন অভিনেত্রী?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৬ অগস্ট ২০২৫ ১১:৪৭
বিরাটকে নিয়ে কী বললেন অবনীত?

বিরাটকে নিয়ে কী বললেন অবনীত? ছবি: সংগৃহীত।

ছোটবেলা থেকেই অভিনয় করছেন তিনি। বর্তমানে বলিউডের বেশ পরিচিত মুখ অবনীত কৌর। কিন্তু মাস কয়েক ধরেই সমাজমাধ্যমে চর্চায় তিনি। সৌজন্যে বিরাট কোহলি। ক্রিকেট তারকা নাকি অসাবধান হয়ে একটি ‘ভুল’ করে বসেন। স্ত্রী অনুষ্কা শর্মার জন্মদিনে তাঁকে নিয়ে আবেগঘন পোস্ট করেন। আবার সেই দিনই অন্য একটি পোস্টে অভিনেত্রী অবনীত কৌরের লাস্যময়ী ছবিতে ‘লাভ রিঅ্যাক্ট’ করেন। আইপিএল-এর মাঝে কোহলিকে নিয়ে হঠাৎ হই চই শুরু হয়। অনেকে কোহলির ‘রিঅ্যাক্ট’ করা পোস্টে অনুষ্কাকে ট্যাগ করে দেন। ক্রিকেট তারকা সেই নিয়ে এক দফা ব্যাখ্যাও দিয়েছিলেন। তিনি জানান, কোনও প্রযুক্তিগত ত্রুটির কারণেই নাকি অবনীতের ছবিতে ‘লাইক’ পড়ে গিয়েছিল। কিন্তু বিরাটের এই যুক্তি বিতর্কের আগুনে ঘি ঢালে। নিন্দকেরা বলতে থাকেন, ‘‘বিরাট আড়ালে অবনীতের ছবি দেখেন।’’ সেই জল্পনাই আবার উস্কে দিলেন অবনীত।

Advertisement

সম্প্রতি মুম্বইয়ে নিজের ‘লভ ইন ভিয়েতনাম’ ছবির সাংবাদিক সম্মেলনে হাজির হন অবনীত। সেখানেই তাঁকে প্রশ্ন করা হয় এত বড় বড় তারকা আপনার ছবি দেখেন, তাতে ‘ভালবাসা’ দেন। আপনি কী বলবেন? তাতেই লাজুক হেসে বলেন, ‘‘ব্যাস, এ ভাবেই যেন ভালবাসা পেতে থাকি।’’ অবনীতের উত্তর শুনে সিঁদুরে মেঘ দেখছেন অনুষ্কার অনুরাগীরা। মাস খানেক আগে বিরাট-অনুষ্কা উইম্বলডনের কোর্টে হাজির হন যেদিন, সেই একই দিনে সেখানে উপস্থিত হন অবনীতও। বিরাটকে নিয়ে কি তবে নতুন কোনও ইঙ্গিত দিতে চাইলেন অবনীত?

Advertisement
আরও পড়ুন