Saif Ali Khan Stabbed Case

একাধিক প্রমাণ, হাজার পাতার চার্জশিট! কী শাস্তি পেতে চলেছেন সইফ-কাণ্ডে অভিযুক্ত শরিফুল?

জামিনের সম্ভাবনা উড়িয়ে হাজার পাতার চার্জশিট পেশ করল মুম্বই পুলিশ। দাবি, অভিযুক্ত শরিফুলের বিরুদ্ধে একাধিক অকাট্য প্রমাণ রয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২৫ ১৩:০৩
শরিফুল ইসলামই সইফ-কাণ্ডের আসল অভিযুক্ত?

শরিফুল ইসলামই সইফ-কাণ্ডের আসল অভিযুক্ত? ছবি: সংগৃহীত।

জামিন পেলেন না সইফ আলি খানের উপর হামলায় অভিযুক্ত শরিফুল ইসলাম শেহজ়াদ। খবর, বুধবার বান্দ্রা পুলিশ তাঁর বিরুদ্ধে হাজার পাতার চার্জশিট দাখিল করেছে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে। শরিফুলের বিরুদ্ধে একাধিক তথ্যপ্রমাণের উল্লেখও রয়েছে ওই চার্জশিটে।

Advertisement

পুলিশের দাবি, সমস্ত তথ্যপ্রমাণ বলে দিচ্ছে সইফ-কাণ্ডে শরিফুল প্রত্যক্ষ ভাবে জড়িত। প্রসঙ্গত, দিন চারেক আগে শরিফুলের আইনজীবী অভিযুক্তের জামিন চেয়ে আবেদন করেছিলেন আদালতে। তার বিরোধিতা করে পুলিশ। প্রশাসনের আশঙ্কা, অভিযুক্ত জামিনে মুক্ত হলে সাক্ষী এবং আক্রান্ত পরিবারের উপর প্রভাব বিস্তার করে মামলার ক্ষতি করতে পারেন।

আরও জানা গিয়েছে, মুখাবয়বের পাশাপাশি আঙুলের ছাপ, অভিযুক্তের কাছ থেকে উদ্ধার হওয়া ছুরির বাকি অংশ, দোষী শনাক্তকরণ রিপোর্ট— সমস্তই মিলে গিয়েছে। সেই তথ্যও তুলে ধরা হয়েছে চার্জশিটে। সমস্ত সাক্ষ্য, তথ্যপ্রমাণ বলছে, পুরো বিষয়টির সঙ্গে যুক্ত শরিফুল। সেই অনুযায়ী, চলতি বছরের ১৬ জানুয়ারি রাত ২টো নাগাদ বছর ৫৪-র এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি অভিনেতার বান্দ্রা পশ্চিমের বাড়িতে প্রবেশ করেন। এ-ও জানা গিয়েছে, বাসভবনের ১১তলার শৌচাগার দিয়ে অভিনেতার ছোট ছেলে জাহাঙ্গীরের ঘরে প্রথম ঢোকেন তিনি। আক্রমণ করেন চার বছরের ছেলের আয়াকে। তাঁর চিৎকারে সইফ ছুটে যান ছেলের ঘরে। বাধা দেন অভিযুক্তকে। তখনই ছুরিকাহত হন।

শুধু তা-ই নয়, শরিফুলের বিরুদ্ধে বৈধ নথিপত্র ছাড়াই বাংলাদেশ থেকে ভারতে ঢুকে বসবাসের অভিযোগ উঠেছে।

Advertisement
আরও পড়ুন