Salim Akhtar Death

বলিউডে পর পর মৃত্যুসংবাদ! মনোজ কুমারের পরে প্রয়াত রানি, তমন্নার ‘পর্দার জন্মদাতা’ সেলিম

মনোজ কুমারের মৃত্যুর পর চলে গেলেন বর্ষীয়ান প্রযোজক সেলিম আখতার। বলিউড রানি মুখোপাধ্যায়, তমন্না ভাটিয়াকে চিনেছিল তাঁর হাত ধরেই।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২৫ ১০:১০
তমন্না ভাটিয়া, রানি মুখোপাধ্যায়কে পর্দায় এনেছিলেন সেলিম আখতার।

তমন্না ভাটিয়া, রানি মুখোপাধ্যায়কে পর্দায় এনেছিলেন সেলিম আখতার। ছবি: সংগৃহীত।

একের পর এক মৃত্যুসংবাদে স্তব্ধ বলিউড। দিন কয়েক আগে চিরবিদায় নিলেন বর্ষীয়ান অভিনেতা মনোজ কুমার। মঙ্গলবার প্রয়াত হলেন হিন্দি ছায়াছবির দুনিয়ার আরও এক খ্যাতনামী প্রযোজক সেলিম আখতার। বয়স হয়েছিল ৮২ বছর। মৃত্যুর খবর জানিয়েছেন তাঁর স্ত্রী শামা আখতার। মুম্বইয়ের প্রথম সারির হাসপাতালে ভর্তি ছিলেন বর্ষীয়ান প্রযোজক। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানা গিয়েছে। যদিও মৃত্যুর প্রকৃত কারণ এখনও জানা যায়নি।

Advertisement

বুধবার, জোহরা নমাজের পর দুপুর দেড়টায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানিয়েছে তাঁর পরিবার। সেলিমের হাত ধরেই রানি মুখোপাধ্যায়, তমন্না ভাটিয়া-সহ বহু তারকা অভিনেত্রী বলিউডে পা রাখেন। ১৯৯৭-এ রানির প্রথম হিন্দি ছবি ‘রাজা কি আয়েগি বরাত’ ছবির প্রযোজক ছিলেন তিনি। একই ভাবে ২০০৫-এ তমন্নার ‘চাঁদ সা রোশন চেহেরা’র প্রযোজনা করেন তিনি।খবর প্রকাশ্যে আসতে শোক জানিয়েছেন প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা-সহ একাধিক খ্যাতনামী।

নব্বইয়ের দশকের জনপ্রিয় একমুঠো ছবি সেলিমের ঝুলিতে। তালিকায় ‘ফুল অর অঙ্গার’, ‘বাদল’, ‘বাজি’, ‘কয়ামত’, ‘মেহেন্দি’, ‘আ গলে লাগ জা’, ‘আদমি’, ‘জিগর’ ইত্যাদি। বর্ষীয়ান প্রযোজকের মৃত্যুকে শোকপ্রকাশ করেছে ভারতীয় সিনেমা-টেলিভিশন প্রযোজক সংগঠন।

Advertisement
আরও পড়ুন