Bollywood Gossip

ঐশ্বর্যা নেই পাশে, পোশাকে রংমিলন্তি! রাতের অনুষ্ঠানে হাজির নিমরত-অভিষেক!

মেয়ে আরাধ্যার দিকে চেয়েই নাকি বিচ্ছেদের পথে হাঁটেননি বচ্চন দম্পতি। এ বার ফের দেখা গেল অভিষেক-নিমরতকে!

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২৫ ২১:০৯
Abhishek Bachchan and Nimrat Kaur attend an event in Mumbai

পাশে নেই ঐশ্বর্যা, নিমরতকে নিয়ে কোথায় গেলেন অভিষেক? ছবি: সংগৃহীত।

‘দসভি’ ছবির শুটিংয়ের সময় অভিষেক বচ্চনের সঙ্গে তাঁর নাকি ঘনিষ্ঠতা তৈরি হয়। তার জেরেই নাকি ঐশ্বর্যার সঙ্গে অভিষেকের দাম্পত্যে চিড় ধরে। এই গুঞ্জনই শোনা গিয়েছিল নেটপাড়ায়। গত বছর নিমরতের সঙ্গে অভিষেকের নাম জড়িয়ে পড়ে। যদিও নতুন বছরে পা দিতেই স্ত্রী ঐশ্বর্যাকে সঙ্গে নিয়েই বিভিন্ন জায়গায় যেতে শুরু করেন অভিনেতা। কেউ কেউ তো বলতে শুরু করেন মেয়ে আরাধ্যার দিকে চেয়েই নাকি বিচ্ছেদের পথে হাঁটেননি বচ্চন দম্পতি। এ বার ফের দেখা গেল অভিষেক-নিমরতকে!

Advertisement

সম্প্রতি মুম্বইয়ের একটি খ্যাতনামী প্রযোজনা সংস্থা নৈশ পার্টিতে নিমন্ত্রিত ছিলেন অভিষেক-নিমরত। আপাদমস্তক কালো প্যান্ট, কালো জ্যাকেটে হাজির হন অভিষেক। তার কিছু ক্ষণের মধ্যে হাজির হন নিমরত। তাঁর পরনে কালো অফ শোল্ডার জামা, বিন্যস্ত চুল, মানানসই রূপটান। লাল গালিচায় হেঁটে গেলেন দু’জনে কিন্তু আলাদা আলাদা।

জল্পনার শুরু যে ঘটনা থেকে সেটা ২০২২ সালের কথা। ‘দসভি’ ছবিতে অভিষেকের সঙ্গে অভিনয় করেছিলেন নিমরত। সে সময় অভিষেক ও ঐশ্বর্যার বিয়ের বয়স ১৫ বছর। এ কথা শুনে খানিক অবাক হয়েছিলেন নিমরত। অভিষেকের ১৫ বছরের সুখী দাম্পত্যের জন্য প্রশংসা করেছিলেন সাক্ষাৎকারের সঞ্চালকও। এ কথা শুনে অবাক হয়ে নিমরত বলেছিলেন, “১৫ বছর!” অভিষেক মন্তব্য করেন, “হ্যাঁ দীর্ঘ ১৫ বছর। ২০০৭ থেকে ২০২২।” অবাক ভঙ্গিতেই নিমরত উত্তর দেন, “অসাধারণ।” পুরনো সেই ভিডিয়ো আচমকাই ছড়িয়ে পড়ে নেটপাড়ায়।

Advertisement
আরও পড়ুন