ছোটপর্দা থেকে কেন দূরে ছিলেন অলিভিয়া সরকার? ছবি: সংগৃহীত।
প্রায় ছ’বছর পরে ছোটপর্দায় ফিরেছেন অভিনেত্রী অলিভিয়া সরকার। ‘মিলন হবে কত দিনে’ ধারাবাহিকে নায়কের বোনের চরিত্রে দেখা যাচ্ছে তাঁকে। কেন হঠাৎ ছ’বছর ছোটপর্দা থেকে দূরে থাকলেন অলিভিয়া? বরাবরই বেছে বেছে কাজ করেন তিনি। একসঙ্গে অনেক কাজ করতে ভালবাসেন না তিনি। তাই ছোটপর্দা থেকে দূরে থাকার সিদ্ধান্তটা একেবারেই তাঁর নিজের জন্য নেওয়া।
শেষ তাঁকে দেখা গিয়েছিল ‘জয়ী’ ধারাবাহিকে। তার পরে মাঝে বিভিন্ন ধরনের কাজ করেছেন তিনি। কিন্তু ধারাবাহিকে কাজ করেননি। অলিভিয়া বললেন, “মেশিনের মতো কাজ করছি মনে হচ্ছিল। তাই ছোটপর্দায় কাজ না করার সিদ্ধান্ত নিয়েছিলাম। গত ছয় বছরে অনেক কাজ এসেছিল। কিন্তু জেদ করে করিনি। দেখতে চেয়েছিলাম আমি পারি কি না।”
কিন্তু অনেক অভিনেতারাই বলেন, ছোটপর্দায় অভিনয় করলে আর্থিক সচ্ছলতা আসে। সে ক্ষেত্রে কোনও সমস্যা হয়নি অলিভিয়ার? অভিনেত্রীর উত্তর, “খুব অসুবিধা হয়েছিল। একটা ফ্ল্যাট কিনেছিলাম। দেড় বছরের বেশি ভোগ করতে পারিনি। বিক্রি করে দিতে হয়। মায়ের শরীর ভাল নয়। টাকা পাঠানোর দরকার। পর্যাপ্ত অর্থ পাঠাতে পারিনি। কিন্তু তাও জেদ ধরে ছিলাম। দেখছিলাম পারি কি না। এই সময়টা পার করতে পারলে, জানতাম, যে কোনও পরিস্থিতিতে উতরে যেতে পারব। সমস্যায় পড়লেও শান্তিতে ছিলাম।”
উল্লেখ্য, নতুন ধারাবাহিকে একটি মিশ্র চরিত্রে দেখা যাবে তাঁকে। ইতিবাচকও নয়, আবার নেতিবাচকও নয়। অভিনেত্রী জানিয়েছেন, দর্শক দেখলে বুঝতে পারবেন। চরিত্রটা যা করছে, সেটা একেবারে সঠিক। নতুন চরিত্রে অভিনয় খুব উপভোগ করছেন অলিভিয়া।