Anushree Das

বিচ্ছেদের পরে আর সংসার করার কথা ভাবিনি তেমন নয়, কিন্তু এখন বইপড়া, রান্না নিয়ে ভাল আছি: অনুশ্রী

বড়পর্দায় অভিনয়ের মাধ্যমে পর্দায় হাতেখড়ি। একটা সময়ে চুটিয়ে যাত্রাও করেছেন। কিন্তু এখন কেন অভিনয় থেকে দূরে? অভিনেত্রী অনুশ্রী দাসকে কেন দেখা যাচ্ছে না?

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২৬ ১০:১০
কেন পর্দায় দেখা যাচ্ছে না অনুশ্রীকে?

কেন পর্দায় দেখা যাচ্ছে না অনুশ্রীকে? ছবি: সংগৃহীত।

তাঁকে শেষ বার দর্শক দেখেছে ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে। মাঝে বেশ কয়েক মাস হল পর্দায় দেখা যায়নি অভিনেত্রী অনুশ্রী দাসকে। কেন অভিনয় থেকে দূরে তিনি? কিছু দিন আগে তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও অনেক কথা শোনা গিয়েছিল। এখন সময় কী ভাবে কাটছে তাঁর?

Advertisement

বড়পর্দায় অভিনয়ের মাধ্যমে পর্দায় হাতেখড়ি। একটা সময়ে চুটিয়ে যাত্রাও করেছেন। কিন্তু এখন কেন অভিনয় থেকে দূরে? অনুশ্রী বললেন, “প্রচুর কাজের সুযোগ আসছে। কিন্তু মনের মতো না হলে ‘হ্যাঁ’ বলতে ইচ্ছা করে না। অনেক বছর হল কাজ করছি। ধারাবাহিকে অনেক সময় হয় যে, প্রথমে এক ধরনের গল্প বলা হয়, তার পরেই গল্প অন্যরকম হয়ে যায়। সেখানেই আমার সমস্যা।”

কিন্তু, ধারাবাহিকে অভিনয় করলে অর্থনৈতিক দিকটা ভাবতেই হয় না। এ প্রসঙ্গে অনুশ্রীর সংযোজন, “আসলে অনেক ছোট থেকে যাত্রা করছি। সেখানে বহু সিনিয়র অভিনেতাদের দেখেছি অভিনয় করতে। তাঁরা হয়তো প্রচুর রোজগার করেছেন। কিন্তু শেষ বয়সে হয়তো অনেকেরই আর্থিক স্বচ্ছলতা সে ভাবে ছিল না। সেটা দেখেই আমার সব সময় টাকা সঞ্চয়ের কথা মাথায় ছিল। তাই হয়তো এখন খুব বেশি ভাবতে হয় না।”

এই মুহূর্তে অভিনেত্রীর জীবনের অনেকটা জুড়ে রয়েছেন তাঁর মা এবং ভাই। অভিনেত্রী যোগ করেন, “কাজ আমার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু, ব্যক্তিগত জীবনকেও তো গুরুত্ব দিতে হবে। এখন মা-ও সময় চায়। আমিও একসঙ্গে সময় কাটাতে চাই।” তা হলে আগামী দিনে কি আর সংসার পাতার ইচ্ছা নেই অভিনেত্রীর? অনুশ্রী বললেন, “বিচ্ছেদের পরে আবার যে সংসার করার ইচ্ছা হয়নি, সেটা বলব না। তবে চারিদিকে যা হচ্ছে, তাই আর এখন সে ভাবে কিছুই ভাবছি না।” অভিনেত্রী রান্না করতে খুবই ভালবাসেন। নিজের বইপড়া এবং রান্না নিয়েই সময় কাটাচ্ছেন অনুশ্রী।

Advertisement
আরও পড়ুন