Haridas Chatterjee Death

প্রয়াত বাংলা সিরিয়ালের ‘দাদু’, হরিদাসের মৃত্যুতে মন খারাপ রাহুল, শ্রুতিদের

অভিনেতা হরিদাস চট্টোপাধ্যায়, টলিপাড়ায় ‘মিঠু’দা নামেই তাঁর পরিচিতি। বয়স হয়েছিল ৮২। কালিকাপুরের ভাড়াবাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০১ মে ২০২৫ ১৯:২৭
Bengali serial actor Haridas Chatterjee passes away

কী হয়েছিল প্রবীণ অভিনেতার? —ফাইল চিত্র।

টলিপাড়ায় তাঁকে কখনও পুরোহিতের চরিত্র, কখনও দাদুর চরিত্রে দেখেছেন দর্শক। তিনি সকলের প্রিয় ‘মিঠুদা’। কয়েক দিন আগেও স্টুডিয়োয় গিয়ে সকলের সঙ্গে গল্প করে এসেছেন। সেই মিঠুদা আর নেই এ কথা জানার পরেই মন ভাল নেই রাহুল দেব বসু, শ্রুতি দাস-সহ টলিপাড়ার অভিনেতাদের।

Advertisement

৩০ এপ্রিল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্ষীয়ান অভিনেতা হরিদাস চট্টোপাধ্যায়। অভিনেতার পরিবার সূত্রে খবর, বুধবার সন্ধ্যায় আচমকাই শরীরে অস্বস্তি শুরু হয় তাঁর। তার পর আর শেষরক্ষা হল না। কালিকাপুরের এক আবাসনে ভাড়া থাকতেন তিনি। সেই বাড়িতেই প্রয়াত হন অভিনেতা। অনেক দিন ধরেই নাকি অসুস্থতা ছিল, বার্ধক্য এবং রক্তচাপজনিত সমস্যায় ভুগছিলেন।

অভিনেতার মৃত্যুর খবর জানার পর থেকেই মন ভাল নেই রাহুলের। আনন্দবাজার ডট কমকে অভিনেতা বলেন, “দুগ্গামণি ও বাঘমামার সেটে মাঝেমাঝেই আসতেন উনি। অনেক রকমের গল্প বলতেন। আমার শুনতে খুব ভাল লাগত। তাই সকালবেলা আচমকা যখন খবরটা পেয়েছি তখন থেকেই কেমন অস্বস্তি হচ্ছে আমার।” অভিনেত্রী শ্রুতিও একটি ছবি পোস্ট করেছেন তাঁর সমাজমাধ্যমের পাতায়। ‘ত্রিনয়নী’ ধারাবাহিকে একসঙ্গে অভিনয় করেছিলেন তাঁরা। অনেক স্মৃতি জড়িয়ে। মিঠুদার মৃত্যুর খবর জানার পর থেকেই তাই মনখারাপ অভিনেত্রীর। শ্রুতি সমাজমাধ্যমের পাতায় লিখেছেন, “এর পর আর দেখা হয়নি। আর দেখা হবেও না— মিঠুদাদু।”

Advertisement
আরও পড়ুন