Bharti Singh

দ্বিতীয় বার অন্তঃসত্ত্বা ভারতী, তবে এখানেই থামবেন না! কেন তৃতীয় সন্তান চাই? জানালেন তারকা

দ্বিতীয় সন্তানেই থামবেন, এমনটা নয়। ভারতী ও তাঁর স্বামী হর্ষ লিম্বাচিয়া কেন তৃতীয় বার মা-বাবা হতে চান?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৫ ১৫:২৬
ভারতী সিংহ।

ভারতী সিংহ। ছবি: সংগৃহীত।

হিন্দি টেলিভিশনের জনপ্রিয় মুখ ভারতী সিংহ। ছোটপর্দার ‘দামি’ সঞ্চালিকা। এ ছাড়া এই মুহূর্তে ভ্লগিংও করছেন তিনি। চলতি বছর অক্টোবর মাসে দ্বিতীয় বার অন্তঃসত্ত্বা হওয়ার কথা ঘোষণা করেন। কিন্তু তাঁরা নাকি এখনই থামবেন না। ভারতী ও তাঁর স্বামী হর্ষ লিম্বাচিয়া কেন তৃতীয় বার মা-বাবা হতে চান?

Advertisement

হর্ষ ও ভারতীর বিয়ে হয় ২০১৭ সালে। তাঁদের প্রথম পুত্রসন্তান লক্ষ্যের জন্ম হয় ২০২২ সালে। ছেলের বয়স তিন বছর হতেই দ্বিতীয় বার মা হতে চলেছেন ভারতী। এ বার ইচ্ছা, তৃতীয় বার মা হওয়ার। সম্প্রতি একটি অনুষ্ঠানে এসে ভারতী ও হর্ষ জানান, তাঁদের তৃতীয় সন্তান চাই। ভারতীর কথায়, ‘‘আমাদের দ্বিতীয় সন্তান যদি ছেলে হয়, তা হলে ফের চেষ্টা করব। হর্ষের মেয়ে চাই। যত ক্ষণ পর্যন্ত আমাদের কোলে মেয়ে না আসে, কিংবা আমি মরে না যাই, আমরা চেষ্টা চালিয়ে যাব।’’ কথাটা খানিক রসিকতার ছলে বললেও ভারতী জানান, তাঁর নিজেরও কন্যাসন্তানের ইচ্ছে রয়েছে। তাই দু’জনে মিলে তৃতীয় সন্তান নেওয়ার পরিকল্পনা করে রেখেছেন।

আপাতত দ্বিতীয় সন্তানের অপেক্ষায় প্রহর গুনছেন দম্পতি। দ্বিতীয় সন্তান কন্যা হলে অবশ্য তৃতীয় সন্তানের পরিকল্পনা করবেন না তাঁরা।

Advertisement
আরও পড়ুন