Salman Khan

বিপাকে সলমন, অভিনেতার উপর রুষ্ট বিজেপি নেতা, পুলিশের কাছে অভিযোগ গেল কেন?

কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগে বেশ কয়েক বছর ধরে রাজস্থানের আদালতে হাজিরা দিতে হয়েছে সলমনকে। এ বার ফের রাজস্থান থেকে এল তাঁর নামে নতুন অভিযোগ।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০২৫ ১২:০৪
সলমন খান।

সলমন খান। ছবি: সংগৃহীত।

ফের বিপাকে সলমন খান। এক বার তাঁর বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে মামলা ওঠে রাজস্থান উচ্চ আদালতে। জোধপুরে শুটিং করতে গিয়ে কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগে বেশ কয়েক বছর ধরে আদালতে হাজিরা দিতে হয়েছে তাঁকে। এ বার ফের রাজস্থান থেকে এল তাঁর নামে নতুন অভিযোগ।

Advertisement

ভারতীয় জনতা পার্টির (বিজেপি) এক নেতা একটি পানমশলা ব্র্যান্ডের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার পর অভিনেতা সলমন খানকে আইনি তদন্তের মুখোমুখি হতে হবে। কোটা ক্রেতা সুরক্ষা আদালতে এই আবেদনের পরিপ্রেক্ষিতে অভিনেতার বিরুদ্ধে আইনি নোটিশ জারি করা হয়, যেখানে অভিযোগ করা হয়েছে, তাঁর অনুমোদিত পানমশলার এই বিজ্ঞাপন গ্রাহকদের বিভ্রান্ত করছে।

বিজেপি নেতা এবং রাজস্থান হাইকোর্টের আইনজীবী ইন্দর মোহন সিং হানি একটি নামী পানমশালার বিজ্ঞাপনকে চ্যালেঞ্জ করে অভিযোগটি দায়ের করেছেন। তিনি দাবি করেছেন যে, পানমশলায় কেশর দেওয়া আছে বলে উৎপাদনকারী সংস্থার সঙ্গে মিলিত হয়ে সলমন যে প্রচার করছেন, তা ভুল। অভিযোগপত্রে আবেদনকারী উল্লেখ করেন যে, কেশরের দাম প্রতি কেজিতে প্রায় ৪ লক্ষ টাকা। সেই উপাদান এই ৫ টাকার দামের পণ্যের মধ্যে থাকাটা অসম্ভব। কোটা ক্রেতা সুরক্ষা আদালত সলমন এবং উৎপাদনকারী সংস্থার কাছ থেকে জবাব চেয়েছে। এই মামলার পরবর্তী শুনানির দিন ২৭ নভেম্বর ধার্য হয়েছে।

Advertisement
আরও পড়ুন