Hera Pheri 3

পরেশ রাওয়ালের বিরুদ্ধে ২৫ কোটির মামলা! ‘হেরা ফেরি’-তে নতুন সমস্যা শুরু

অক্ষয়ের প্রযোজনা সংস্থা ‘কেপ অফ গুড ফিল্মস’-এর তরফে পরেশকে আইনি নোটিস পাঠানো হয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২০ মে ২০২৫ ১৩:৩৪
Bollywood actor producer akshay kumar to sue paresh rawal for sabotaging hera pheri 3

‘হেরা ফেরি ৩’ ছবিটির প্রযোজনা করছে অক্ষয় কুমারের সংস্থা ‘কেপ অফ গুড মুভিজ়’, তারাই নোটিস দিয়েছে পরেশ রাওয়ালকে। ছবি: সংগৃহীত।

দিন কয়েক আগেই পরেশ রাওয়াল জানিয়ে দিয়েছিলেন, তাঁকে দেখা যাবে না ‘হেরা ফেরি ৩’ ছবিতে। কোনও মত বিরোধ নয়, ব্যক্তিগত কারণেই নাকি সরে দাঁড়িয়েছেন ‘হেরা ফেরি’-র অপরিহার্য চরিত্র ‘বাবুরাম’। আর তার পরেই চমকে দিলেন স্বয়ং অক্ষয় কুমার। জানা যাচ্ছে পরেশের বিরুদ্ধে প্রায় ২৫ কোটি টাকার মামলা করতে চলেছেন তিনি।

Advertisement

অক্ষয়ের প্রযোজনা সংস্থা ‘কেপ অফ গুড ফিল্মস’-এর তরফে পরেশকে আইনি নোটিস পাঠানো হয়েছে। অপেশাদারিত্বের কারণে প্রযোজনা সংস্থার ক্ষতি, ‘হেরি ফেরি ৩’-এ অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েও তা ভঙ্গ করা, শুটিং শুরুর পর সরে দাঁড়ানোর অভিযোগ তোলা হয়েছে পরেশের বিরুদ্ধে।

গত সপ্তাহেই পরেশ জানিয়ে দিয়েছিলেন, তিনি এই কমেডি ছবিতে অভিনয় করছেন না। কারণ হিসাবে তেমন স্পষ্ট কিছু না জানালেও বুঝিয়ে দিয়েছিলেন, তাঁর ভাল লাগছে না কাজ করতে। আর তার পরেই অনুরাগীদের মধ্যে ছবি নিয়ে উৎসাহে ভাটা পড়ে।

‘হেরা ফেরি’ ফ্র্যানচাইজ়ির তৃতীয় ছবিটি পরিচালনা করছেন বর্ষীয়ান পরিচালক প্রিয়দর্শন। তবে এ বার প্রযোজক ফিরোজ় নাদিয়াওয়ালার কাছ থেকে স্বত্বাধিকার কিনে নিয়েছিলেন অক্ষয়। তৃতীয় ছবিটি তাঁর প্রযোজনায় তৈরি হচ্ছিল। অক্ষয় কুমার, সুনীল শেট্টি এবং পরেশ রাওয়ালকে নিয়ে শুটিং শুরু হয়ে গিয়েছিল গত এপ্রিল মাসেই। এরই মধ্যে হঠাৎ পরেশ ঘোষণা করেন তিনি সরে দাঁড়াচ্ছেন। স্পষ্ট করে দেন, কাজ নিয়ে বা অর্থ সংক্রান্ত কোনও মতবিরোধ ঘটেনি তাঁর সঙ্গে। সূত্রের খবর, প্রায় তিনগুণ পারিশ্রমিক পাচ্ছিলে পরেশ এই ছবির জন্য।

আইনি পরামর্শদাতাদের একটি সূত্র দাবি করেছে, “পরেশ পেশাগত এবং বাণিজ্যিক নীতি লঙ্ঘন করেছেন। কাজ যদি করতে না চান, তা হলে আইনি চুক্তি সই করার আগেই তা জানাতে পারতেন। প্রযোজক ইতিমধ্যেই বহু টাকা খরচ করে ফেলেছেন শুটিংয়ের জন্য।” ওই সূত্রের দাবি, “হলিউডের মতো বলিউড তারকাদেরও বোঝার সময় হয়েছে প্রযোজক তাঁদের মর্জি মতো অর্থ খরচ করতে বসে নেই।”

এ দিকে ওয়াকিবহাল মহলে শুরু হয়েছে আলোচন, ৩৫ বছরের বলিউড জীবনে এই প্রথম কোনও সহকর্মীর বিরুদ্ধে মামলা করছেন খিলাড়ি কুমার। তবে পরেশের জীবনে এমন হঠাৎ সরে আসার ঘটনা নতুন নয়। এর আগে তিনি ‘ওহ মাই গড ২’ ছবি থেকেও সরে এসেছিলেন ২০২৩ সালে। সে বার দাবি করেছিলেন, তাঁর চিত্রনাট্য পছন্দ হচ্ছে না। ২০০৯ সালেও তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল কথা দিয়ে কথা না রাখার। সে বার তিনি সরে এসেছিলেন শাহরুখ খানের ‘বিল্লু বারবার’ থেকে। ঘটনাচক্রে সে ছবির পরিচালকও ছিলেন প্রিয়দর্শন।

Advertisement
আরও পড়ুন