Salman Khan

কনকনে ঠান্ডা, অক্সিজেনের অভাব! লাদাখে গিয়ে আহত সলমন খান, কী ভাবে এই অঘটন?

লাদাখের বরফাবৃত এলাকায় কনকনে ঠান্ডায় শুটিং চলছিল। ৪৫ দিন ধরে এই শুটিং চলার কথা। তার মধ্যে ১৫ দিন সলমনের শুটিং রাখা হয়।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৫ ১৩:২২
চোট পেলেন সলমন খান।

চোট পেলেন সলমন খান। ছবি: সংগৃহীত।

লাদাখে গিয়ে আহত হলেন সলমন খান। বর্তমানে ‘ব্যাটল অফ গলওয়ান’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত তিনি। ছবিতে বেশ কিছু কঠিন লড়াইয়ের দৃশ্যে সলমন নিজেই শুটিং করছেন। তেমনই একটি দৃশ্যের শুটিং চলাকালীন চোট পান সলমন।

Advertisement

লাদাখের বরফাবৃত এলাকায় কনকনে ঠান্ডায় শুটিং চলছিল। ৪৫ দিন ধরে এই শুটিং চলার কথা। তার মধ্যে ১৫ দিন সলমনের শুটিং রাখা হয়। বেশ কিছু লড়াইয়ের ও আবেগপ্রবণ দৃশ্যে শুটিং করেছেন ভাইজান। ১০ ডিগ্রির নীচে ছিল এলাকার তাপমাত্রা, অক্সিজেনের অভাবও ছিল। এই অবস্থায় শুটিং করতে গিয়েই আহত হন তিনি। তবে চোট নিয়েই শুটিং শেষ করেন।

লাদাখের শুটিং শেষ হওয়ায় আগামী কয়েক দিন বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বিশ্রাম সেরে ফের শুটিং শুরু করবেন। পরবর্তী শুটিং মুম্বইয়ে হবে বলে জানা যাচ্ছে। মুম্বইয়ে সেই ভাবে লড়াইয়ের দৃশ্য নেই। অপূর্ব লখিয়া পরিচালিত ছবির আবেগপ্রবণ ও পারিবারিক দৃশ্যগুলির শুটিং হবে সেখানে।

ছবির ঝলক ইতিমধ্যেই দেখেছে দর্শক। ঝলক দেখে শিউরে উঠেছিলেন সলমনের অনুরাগীরা। রক্তাক্ত সলমন। তাঁর কপাল ফেটে রক্তের ধারা নেমে আসছে। ক্ষতবিক্ষত হাতে মুগুর। রক্তচক্ষু নিয়ে স্থির তাকিয়ে তিনি। সলমনকে এই রূপে দেখে মুগ্ধ তাঁর অনুরাগীরা। তাঁদের বক্তব্য, “বড় কিছু ঘটতে চলেছে বলিউডে।” এক অনুরাগী লিখেছেন, “সলমনকে এই ভাবে দেখে গায়ে কাঁটা দিচ্ছে। সেরার সেরা একেই বলে!” আর এক জন লিখেছেন, “টাইগারের প্রত্যাবর্তন হচ্ছে।” ২০২৬ সালের অগস্ট মাসে এই ছবি মুক্তি পাওয়ার কথা।

Advertisement
আরও পড়ুন