Salman khan

এই বয়সে শাহরুখের কাছ থেকে শিখতে হবে সলমনকে! হঠাৎ কী এমন খামতি ভাইজানের?

মাথার উপর ঝুলছে মৃত্যুর খাঁড়া। ছবির দুনিয়ায়ও সে ভাবে নিজের জাদু দেখাতে পারছেন না ভাইজান। গত কয়েক বছরে তাঁর ঝুলিতে ব্যর্থতার বোঝা বেড়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৬ মে ২০২৫ ১১:৫০
Bollywood actor salman khan’s fans slamed him after sikandar ott release says he should have to learn from shah rukh khan

শাহরুখ খান আর সলমন খান, বলিউডে দুই তেজি ঘোড়া পাশাপাশি দৌড়চ্ছে প্রায় তিন দশক। ছবি: সংগৃহীত।

সময়টা কি একেবারেই ভাল যাচ্ছে না সলমন খানের! মাথার উপর ঝুলছে মৃত্যুর খাঁড়া। ছবির দুনিয়ায়ও সে ভাবে নিজের জাদু দেখাতে পারছেন না ভাইজান। গত কয়েক বছরে তাঁর ঝুলিতে ব্যর্থতার বোঝা বেড়েছে। আশার আলো ঝলমলিয়ে উঠেছিল ‘সিকন্দর’কে ঘিরে। কিন্তু ইদে মুক্তির পর একেবারেই ভাল ফল পাননি সলমন। এ বার তাঁকে সরাসরি কটাক্ষ করলেন অনুরাগীরা। টেনে আনলেন শাহরুখ খানের নামও।

Advertisement

২৫ মে ওটিটি প্লাটফর্মে মুক্তি পেয়েছে সলমন খানের ছবি ‘সিকন্দর’। অনেক ছবির ক্ষেত্রেই দেখা গিয়েছে, প্রেক্ষাগৃহে তেমন সমাদর না পেলেও ওটিটি দর্শকের ভাল লেগেছে। কিন্তু ‘সিকন্দর’-এর ক্ষেত্রে ঘটল না তেমনটা। সমাজমাধ্যমে ভাইজানের অনুরাগীরাই উগরে দিয়েছেন ক্ষোভ। তাঁরা দারুণ হতাশ। কেউ লিখেছেন, “এ ছবিটা দেখার চেষ্টা করতে চাইলেও যথেষ্ট বুকের পাটা থাকতে হয়।” আর এক নেটাগরিক লিখেছেন, “আমি ভেবেছিলাম ছবিটা হয়তো একঘেয়ে হবে, কিন্তু দেখার অযোগ্য ভাবিনি।” সলমনের প্রতি এতটাই হতাশ তাঁর অনুরাগীরা যে তাঁরা অভিনয় থেকে সন্ন্যাস নেওয়ার কথাও উল্লেখ করেছেন। এক অনুরাগী লিখেছেন, “ছবিটা ১০ মিনিটও দেখা যায় না। সলমনের উচিত এ ধরনের ধ্বংসাত্মক ছবিতে অভিনয় না করা। অথবা, সত্যিই ওঁর অবসর নেওয়া উচিত।”

এর পরই এক নেটাগরিক টেনে আনেন শাহরুখ খানের প্রসঙ্গ। তিনি স্পষ্ট লেখেন, সলমনের উচিত শাহরুখের থেকে কাজ শেখা। কী ভাবে শাহরুখ নিজেকে বদলেছেন তা দেখে নেওয়া প্রয়োজন সলমনেরও। ওই নেটাগরিক লিখেছেন, “বড় বাজেটের ছবি, বিরাট প্রত্যাশা— জঘন্য কাজ। এসআরকে-র কাছ থেকে শিখুন, তাঁর সাম্প্রতিক ছবিগুলি দেখুন। দারুণ ভাবে নিজের কাজে বদল এনেছেন।”

‘সিকন্দর’ ছবিতে সঞ্জয় রাজকোট নামে এক চরিত্রে অভিনয় করেছেন সলমন। চেনা ছকে সঞ্জয় দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদের সঙ্গে লড়াই করে নিজের জীবনের শেষ দিন পর্যন্ত। এআর মুরুগাদোস পরিচালিত এই অ্যাকশন ছবিতে সলমনের বিপরীতে দেখা গিয়েছে রশ্মিকা মন্দানাকে। ছবিমুক্তির আগেই নায়ক-নায়িকার বয়সের ফারাক নিয়ে সমালোচনা হয়েছে বিস্তর।

এ দিকে সলমনের ব্যক্তিগত জীবনেও নেই শান্তি। বন্ধুর বিবাহ নিমন্ত্রণে গেলেও তাঁকে নিয়ে যেতে হচ্ছে সরকারি ‘ওয়াই ক্যাটাগরি’ নিরাপত্তাবাহিনী। এর আগে সলমন নিজেই জানিয়েছিলেন তিনি এই ঘেরাটোপে থেকে বিরক্ত, হাঁপিয়ে উঠেছেন।

Advertisement
আরও পড়ুন