Alia Bhatt on Ranbir Kapoor

বাবা হওয়ার পর বদলে গিয়েছেন রণবীর! স্বামীর বিশেষ মুহূর্ত গোপনে ক্যামেরাবন্দি করে রাখেন আলিয়া

অভিনয়ের পাশাপাশি বার বার প্রেমের সম্পর্কের কারণে শিরোনামে এসেছেন তিনি। কিন্তু কন্যাসন্তান রাহার জন্মের পরে নাকি বদলে গিয়েছেন রণবীর।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৬ মার্চ ২০২৫ ১৬:৫৫
Bollywood actress Alia Bhatt says that her husband Ranbir Kapoor has changed after becoming father

রণবীরের কোন মুহূর্ত গোপনে ক্যামেরাবন্দি করেন আলিয়া? ছবি: সংগৃহীত।

এক সময় বলিউডে ‘ক্যাসানোভা’ তকমা পেয়েছিলেন রণবীর কপূর। বি-টাউনের একাধিক প্রথম সারির অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন। অভিনয়ের পাশাপাশি বার বার প্রেমের সম্পর্কের কারণে শিরোনামে এসেছেন তিনি। কিন্তু কন্যাসন্তান রাহার জন্মের পরে নাকি বদলে গিয়েছেন রণবীর। সম্প্রতি এক সাক্ষাৎকারে রণবীরের জীবনে কী কী পরিবর্তন এসেছে, সেই নিয়ে মুখ খোলেন আলিয়া।

Advertisement

ছবিশিকারিদের ক্যামেরায় প্রায়ই ধরা পড়ে রণবীর-আলিয়ার কন্যা রাহা। নেটাগরিকেরা মনে করেন, রাহা তার বাবার বেশি আদরের। এমনই জানিয়েছেন আলিয়াও। রাহার সঙ্গে কাটানো প্রতিটি সময় রণবীরের কাছে খুব বিশেষ। এই মুহূর্তগুলো গোপনে ক্যামেরাবন্দি করে রাখেন আলিয়া। অভিনেত্রী বলেছেন, “রণবীর সত্যিই দারুণ। রাহার মনোরঞ্জন করার সময় ও আরও সৃজনশীল হয়ে ওঠে। রাহাও কিছু কম যায় না। ওদের দু’জনের দারুণ একটা বন্ধুত্ব রয়েছে। ওদের দু’জনকে একসঙ্গে দেখলে ভাল বন্ধু বলেই মনে হবে। কখনও ওরা প্রাপ্তবয়স্ক বন্ধুদের মতো আচরণ করে, আবার কখনও খুদে বন্ধুদের মতো লাগে ওদের দেখে।”

রাহার সঙ্গে রণবীরের মুহূর্ত দেখে আহ্লাদিত হয়ে যান আলিয়াও। অভিনেত্রীর কথায়, “আমি চুপি চুপি ওদের নানা মুহূর্ত ক্যামেরাবন্দি করে রাখি। ওরা জানতেও পারে না, আমি ওদের ক্যামেরাবন্দি করছি। ওদের মধ্যে কেউ ক্যামেরার দিকে তাকালেই আমি সঙ্গে সঙ্গে বন্ধ করে দিই।”

রণবীর নাকি মানুষ হিসাবে খুবই শান্ত প্রকৃতির। তাই বাড়িতে থাকলে বেশির ভাগ সময় রাহার সঙ্গেই কাটাতে পছন্দ করেন। বাবা হিসাবে রণবীরের এই রূপেই নাকি প্রতি দিন নতুন করে মুগ্ধ হন আলিয়া।

Advertisement
আরও পড়ুন