Neha Sharma

ইডির তলব কংগ্রেস নেতার মেয়েকে, ইডি অফিসে টানা জিজ্ঞাসাবাদ অভিনেত্রী নেহা শর্মাকে

অনলাইন বেটিং অ্যাপের প্রচারমূলক কাজে যুক্ত একাধিক তারকা। সেই সূত্রে ইডির সমন গিয়েছে বিভিন্ন তারকার কাছে। এ বার জিজ্ঞাসাবাদ করা হল অভিনেত্রী নেহা শর্মাকে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০২ ডিসেম্বর ২০২৫ ২১:১০
অভিনেত্রী নেহা শর্মাকে ইডির তলব।

অভিনেত্রী নেহা শর্মাকে ইডির তলব। ছবি: সংগৃহীত।

অনলাইন বেটিং অ্যাপের মাধ্যমে আর্থিক তছরুপের অভিযোগ, যা নিয়ে দেশ জুড়ে তদন্ত করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এই অভিযোগের জেরে সমন পাঠানো হয়েছিল কংগ্রেস নেতা অজিত শর্মার মেয়ে অভিনেত্রী নেহা শর্মাকে। সংবাদসংস্থা পিটিআই সূত্রের খবর, মঙ্গলবার ইডি অফিসে হাজিরা দিয়েছেন অভিনেত্রী। নেহার বয়ান রেকর্ড করা হয়েছে। যদিও এই বিষয়ে অভিনেত্রীর তরফে এখনও কিছু জানানো হয়নি।

Advertisement

নেহা প্রথম নন, এর আগে বলিউডের একাধিক তারকাকে সমন পাঠানো হয়েছিল অনলাইন বেটিং অ্যাপের বিজ্ঞাপন করার সূত্রে। সমন পাঠানো হয়েছিল বলিউড থেকে টলিউডের অভিনেতা-অভিনেত্রী, প্রাক্তন খেলোয়াড় থেকে নেটপ্রভাবী,একের পর এক খ্যাতনামী এবং পরিচিত মুখকে।

ঠিক কোন কোন বেটিং অ্যাপের জন্য ইডির সমন পাচ্ছেন তারকারা? তার সব ক’টির নাম এখনও প্রকাশ্যে আসেনি। তবে এ পর্যন্ত দুটো অ্যাপের নাম আলোচনার কেন্দ্রবিন্দুতে। একটি রামি, অন্যটি ওয়ানএক্স বেট। উল্লিখিত প্রথম অ্যাপটির জন্য বিপাকে পড়েছেন দক্ষিণ ভারতের একঝাঁক অভিনেতা-অভিনেত্রী ও কুশীলব। দ্বিতীয়টির জন্য ইডির ডাক পেয়েছেন প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিংহ, শিখর ধবন, রবিন উথাপ্পা, সুরেশ রায়না থেকে টলিউডের দুই তারকা মিমি চক্রবর্তী এবং অঙ্কুশ হাজরা।

‘ওয়ানএক্স বেট’ নামক অনলাইন বেটিং অ্যাপটিকে আরও কয়েকটি অ্যাপের সঙ্গে অবৈধ বলে ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। ওই অ্যাপের প্রচারমূলক কাজে যুক্ত ছিলেন দেশের বিভিন্ন ক্ষেত্রের প্রথম সারির তারকারা। যার ফলে তৈরি হয়েছে বিতর্ক।

Advertisement
আরও পড়ুন