Maha Kumbh 2025

অভিষেক-ঐশ্বর্যার সম্পর্কে জড়িয়েছিল নাম! কুম্ভে পুণ্যস্নান করে কী প্রার্থনা নিমরতের?

পরনে গেরুয়া বস্ত্র। গলায় রুদ্রাক্ষের মালা। এই ভাবেই ত্রিবেণি সঙ্গমে ডুব দেন নিমরত। অভিনেত্রীর ভাগ করে নেওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, ডুব দিতে দিতে চোখ বন্ধ করে ঈশ্বরের কাছে আশিস প্রার্থনা করছেন তিনি।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ২০:০২
Bollywood actress Nimrat Kaur praised police and administration for managing Maha Kumbh

অভিষেক-ঐশ্বর্যার বিচ্ছেদের জল্পনায় নাম জড়িয়েছিল নিমরত কৌরের। ছবি: সংগৃহীত।

মহাকুম্ভে এ বার পৌঁছে গেলেন নিমরত কৌর। প্রয়াগরাজের ত্রিবেণি সঙ্গমে একে একে ডুব দিয়েছেন অনেকেই। এ বার সেই তালিকায় নাম লেখালেন নিমরত কৌর। মহাকুম্ভে গিয়ে পুণ্যস্নান সারলেন অভিনেত্রী। সেই পুণ্যস্নানের বেশ কিছু ছবি সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন নিমরত নিজেই। কুম্ভে পুণ্যস্নানের অভিজ্ঞতাও নাকি ভাষায় বর্ণনা করার ঊর্ধ্বে। জানিয়েছেন অভিনেত্রী।

Advertisement

পরনে গেরুয়া বস্ত্র। গলায় রুদ্রাক্ষের মালা। এই ভাবেই ত্রিবেণি সঙ্গমে ডুব দেন নিমরত। অভিনেত্রীর ভাগ করে নেওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, ডুব দিতে দিতে চোখ বন্ধ করে ঈশ্বরের কাছে আশিস প্রার্থনা করছেন তিনি। নিমরত লিখেছেন, “এই অভিজ্ঞতা আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। এই মহাসমাগমে যোগ দিতে পেরে নিজেকে সত্যিই ভাগ্যবতী মনে হচ্ছে। শিখ পরিবারে বড় হয়েছি আমি। তাই কুম্ভস্নান আমাদের কাছে সত্যিই একটা নতুন বিষয়। এই ঐতিহাসিক মহাকুম্ভ দেখে আমি এর নেপথ্যের ইতিহাস ও পুরাণে ডুব দিতে বাধ্য হয়েছি।”

নানা বয়সের মানুষ মহাকুম্ভে যে ভাবে যোগ দিচ্ছেন,তা দেখে অভিভূত নিমরত। পুলিশ-প্রশাসনকেও ধন্যবাদ জানিয়েছেন অভিনেত্রী। তিনি লিখেছেন, “এই বিরাট উৎসবকে সামাল দেওয়ার জন্য পুলিশ ও প্রশাসনকে বিশেষ ভাবে ধন্যবাদ জানাই। ২-৩ ঘণ্টা ঘুমিয়ে যে ভাবে এই উৎসবের দেখাশোনা হচ্ছে, তা দেখার মতো। এই ধরনের জনসমাগমকে বাস্তবায়িত করার জন্য অতিমানবের মতো শক্তির প্রয়োজন পড়ে।”

গত বছর অভিষেক বচ্চন ও ঐশ্বর্যা রাই বচ্চনের বিচ্ছেদের জল্পনায় নাম জড়িয়ে যায় নিমরত কৌরের। খবর ছড়ায়, নিমরতের জন্যই নাকি ভাঙতে বসেছে বচ্চন দম্পতির সম্পর্ক। তবে সে সব যে কেবল গুঞ্জন, তা সময়ই প্রমাণ করে দিয়েছে। অভিষেক ও ঐশ্বর্য যে একসঙ্গেই দিব্যি আছেন, তা নিজেরাই স্পষ্ট করে দিয়েছেন।

Advertisement
আরও পড়ুন