Sonakshi Sinha

সোনাক্ষী কি করোনা আক্রান্ত! ধুম জ্বরে কাবু অভিনেত্রী, অসুস্থ অবস্থার মুহূর্ত ভাগ করলেন জ়াহির

জ়াহিরের ধারণা ছিল, সোনাক্ষীর ভাইরাল জ্বরই হয়েছে। তাই এই রসিকতা করে এই ক্যাপশন লেখেন তিনি। কিন্তু সাবধানতা বজায় রাখতে করোনা পরীক্ষা করান অভিনেত্রী, কারণ ফের মাথা চাড়া দিয়ে উঠছে এই ভাইরাস।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৯ জুন ২০২৫ ১৩:১১
Bollywood actress Sonakshi Sinha is suffering from fever and Zaheer Iqbal shares a video

সোনাক্ষীর অসুস্থতা নিয়ে কী বললেন জ়াহির? ছবি: সংগৃহীত।

সোনাক্ষী সিন্‌হা কি করোনা আক্রান্ত? অভিনেত্রী নিজেই নিজের স্বাস্থ্য নিয়ে চিন্তিত হয়ে পড়েছিলেন। জ্বরের পাশাপাশি ছিল আরও নানা উপসর্গ। তাই দেরি না করে করোনা পরীক্ষা করান তিনি। অভিনেত্রীর জ্বরে কাবু হওয়ার মুহূর্ত সমাজমাধ্যমে ভাগ করে নেন স্বামী জ়াহির ইকবাল। সেই ভিডিয়ো দেখে অবশ্য হাসির রোল ওঠে নেটপাড়ায়।

Advertisement

ভিডিয়োয় দেখা যাচ্ছে, হলুদ রঙের তোয়ালে মাথায় ও শরীরে জড়িয়ে বসে আছেন অসুস্থ সোনাক্ষী। কাশতে কাশতে গরম জলের ভাপ নিচ্ছেন তিনি। স্ত্রীকে এই অবস্থায় দেখেও মশকরা শুরু করেন জ়াহির। তার পরে সোনাক্ষীকে আদুরে ভঙ্গিতে নিজের বাহুডোরে বেঁধে নেন। ভিডিয়োটি ভাগ করে নিয়ে জ়াহির লেখেন, “এই মেয়েটা ভাইরাল হয়ে গিয়েছে।”

জ়াহিরের ধারণা ছিল, সোনাক্ষীর ভাইরাল জ্বরই হয়েছে। তাই এই রসিকতা করে এই ক্যাপশন লেখেন তিনি। কিন্তু সাবধানতা বজায় রাখতে করোনা পরীক্ষা করান অভিনেত্রী, কারণ ফের মাথা চাড়া দিয়ে উঠছে এই ভাইরাস। তাই উপসর্গ দেখেই কোনও ঝুঁকি নিতে চাননি তিনি। করোনা পরীক্ষার রিপোর্টও নিজেই ভাগ করে নিয়েছেন সমাজমাধ্যমে। রিপোর্টে স্পষ্ট, সোনাক্ষী করোনা আক্রান্ত নন। এই ফলাফল দেখে স্বস্তি পেয়েছেন অভিনেত্রীর অনুরাগীরা।

সোনাক্ষী ও জ়াহিরের রসায়নে মুগ্ধ অনেকেই। তবে বিয়ের আগে কটাক্ষের মুখেও পড়তে হয়েছিল তাঁদের। ভিন্‌ধর্মে বিয়ের জন্য নাকি এই সম্পর্কে রাজি ছিলেন না সোনাক্ষীর পরিবারও। তবে হাল ছাড়েননি সোনাক্ষী ও জ়াহির। সাত বছর সম্পর্কে থাকার পরে গত বছর জুন মাসেই বিয়ে করেন তাঁরা।

Advertisement
আরও পড়ুন