Ranveer Allahbadia controversy

রণবীরের অনুষ্ঠান নিয়ে বড় সিদ্ধান্ত উর্বশীর! দুই বিতর্কিত ব্যক্তিকে একসঙ্গে দেখতে চায় দর্শক

অশালীন মন্তব্যের কারণে বিতর্কে জড়িয়েছেন রণবীর ইলাহাবাদিয়া। ইউটিউবার হিসাবেই তিনি পরিচিত। তাঁর অনুষ্ঠানে আসেন বহু তারকা ও খ্যাতনামীরা। আসার কথা ছিল উর্বশী রৌতেলারও।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:২৪
Bollywood actress Urvashi Rautela has decided to not to attend Ranveer Allahbadia’s show

রণবীর ও উর্বশীকে একসঙ্গে দেখতে চান নিন্দকেরা? ছবি: সংগৃহীত।

‘ডাকু মহারাজ’ ছবি নিয়ে একের পর এক সাক্ষাৎকারে কথা বলেছেন উর্বশী রৌতেলা। এই ছবিতে অভিনয় করে কটাক্ষের মুখেও পড়েছেন তিনি। ৬৪ বছর বয়সি নন্দমুরি বালকৃষ্ণের সঙ্গে তাঁর নাচ নিয়েও বিতর্কের সৃষ্টি হয়েছে। সমাজমাধ্যমে তাঁকে নিয়ে মশকরা হয়েছে বিস্তর। ফের আর এক বিতর্কে নিজেকে জড়িয়ে ফেললেন উর্বশী।

Advertisement

অশালীন মন্তব্যের কারণে বিতর্কে জড়িয়েছেন রণবীর ইলাহাবাদিয়া। ইউটিউবার হিসাবেই তিনি পরিচিত। তাঁর অনুষ্ঠানে আসেন বহু তারকা ও খ্যাতনামী। আসার কথা ছিল উর্বশী রৌতেলারও। কিন্তু বিতর্কের মাঝে সেই উর্বশী সিদ্ধান্ত নিয়েছেন, রণবীরের পডকাস্টে তিনি যাবেন না। জানা গিয়েছে, রণবীরকে কেন্দ্র করে বিতর্কের জেরেই এই সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী। কিছু দিন আগেই জানা যায়, ইনস্টাগ্রামে রণবীরকে আর অনুসরণ করছেন না তিনি। আর এ বার তাঁর অনুষ্ঠানে না যাওয়ার সিদ্ধান্ত নিলেন। উর্বশীর এই সিদ্ধান্ত নিয়েও ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে সমাজমাধ্যমে।

উর্বশীর মন্তব্য নিয়ে প্রায়ই সমাজমাধ্যমে হাসির রোল ওঠে। এ বারও ব্যতিক্রম নয়। খোঁচা দিয়ে নানা রকমের মন্তব্য করছেন অনেকেই। কেউ খোঁচা দিয়ে লিখেছেন, “এই প্রথম কেউ কোনও অনুষ্ঠান বাতিল করলেন!” আবার আর এক নিন্দকের কথায়, “প্রথম এশীয় মহিলা যিনি এমন বড় সিদ্ধান্ত নিয়েছেন।” ‘ডাকু মহারাজ’ ছবিতে ‘দাবিড়ি দিবিড়ি’ গান নিয়ে বিতর্কের মুখে পড়েছিলেন উর্বশী। অভিনেত্রীকে নিয়ে ব্যঙ্গ করতে এক নিন্দকের কথায় উঠে এল সেই গানের পঙ্‌ক্তিও। সেই নিন্দক সমাজমাধ্যমে লিখেছেন, “এই প্রথম বলিউডের কোনও বহিরাগত অভিনেত্রী রণবীর ইলাহাবাদিয়ার অনুষ্ঠান বাতিল করার সাহস দেখালেন। দাবিড়ি দিবিড়ি, দাবিড়ি দিবিড়ি।” অনেকের আবার দাবি, দুই বিতর্কিত ব্যক্তিকে তাঁরা একসঙ্গে দেখার জন্য অপেক্ষা করেছিলেন। কিন্তু সেই ইচ্ছে আর পূরণ হল না।

Advertisement
আরও পড়ুন