Ranbir Kapoor

‘বাবার সঙ্গে ও খুব ঝগড়া করত, বিয়ের পরে অনেক বদলে গিয়েছে’, রণবীরকে নিয়ে কার এমন দাবি?

রণবীর নাকি প্রথমের দিকে বিদেশি ছবির দিকে বেশি ঝুঁকেছিলেন। ঋষি বার বার তাঁকে বোঝাতেন, ভারতে সফল হতে হলে তাঁকে হিন্দি ছবিতে মন দিতে হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২২ অক্টোবর ২০২৫ ২০:৪০
আলিয়াকে বিয়ের পরে বদলে গিয়েছে রণবীর।

আলিয়াকে বিয়ের পরে বদলে গিয়েছে রণবীর। ছবি: সংগৃহীত।

তিনি ঋষি কপূরের পুত্র। কিন্তু বলিউডে নিজের যোগ্যতায় নিজের জায়গা তৈরি করেছেন রণবীর কপূর। পরিচালক সুভাষ ঘাই দাবি করলেন, ঋষির পুত্র হলেও, বাবা ও ছেলের মধ্যে বিস্তর ফারাক। একাধিক বার পিতা-পুত্রের মধ্যে ঝগড়া হতে দেখেছিলেন তিনি। কিন্তু বিয়ের পরে নাকি বদলে গিয়েছেন রণবীর।

Advertisement

সুভাষ বলেছেন, “ঋষি কপূর ও রণবীর কপূর দু’জনে ভিন্ন ব্যক্তিত্ব। নতুন প্রজন্ম যে ভাবে বাঁচতে চায়, তা বাবার পছন্দ নয়। আর বাবা যা চান, তার সঙ্গে মেলে না ছেলের। তাই ওঁদের দু’জনকে বহু বার ঝগড়া করতে দেখেছি।”

রণবীর নাকি প্রথমের দিকে বিদেশি ছবির দিকে বেশি ঝুঁকেছিলেন। ঋষি বার বার তাঁকে বোঝাতেন, ভারতে সফল হতে হলে তাঁকে হিন্দি ছবিতে মন দিতে হবে। সুভাষ বলেছেন, “নিউ ইয়র্ক থেকে ছবি পরিচালনার প্রশিক্ষণ নিয়ে ফিরেছিল রণবীর। ঋষি ওঁর ছেলের সঙ্গে সম্পর্ক নিয়ে আমাকে নানা বিষয় বলতেন। উনি প্রায়ই রণবীরকে খুব বকতেন। রণবীর সরাসরি কিছু বলত না। পরে নীতুর কাছে গিয়ে নালিশ করত। ওর অভিযোগ ছিল, ওকে স্বাধীন ভাবে সিদ্ধান্ত নিতে দেওয়া হচ্ছে না। দু’জনের মধ্যে বেশ কিছু পার্থক্য ছিল। আজ ও অভিনেতা হিসেবে এক নম্বর। কিন্তু দুর্ভাগ্যবশত আজ ওর সাফল্য দেখার জন্য ওর বাবা নেই।”

বিয়ের পরে কেমন পরিবর্তন এসেছে রণবীরের জীবনে? এই প্রসঙ্গে পরিচালক বলেন, “ও এমন একজন মানুষ, যে জীবনকে ভাল ভাবে বোঝে। বিয়ের পরে ও আরও পরিণত হয়েছে। ও এখনও বড়দের শ্রদ্ধা করে। যখনই দেখা হয়, পা ছুঁয়ে প্রণাম করে। ওর মধ্যে এখনও এই মূল্যবোধ রয়েছে। এমনিতে ও খুবই সাদা মনের মানুষ।”

Advertisement
আরও পড়ুন