Bill Gates- Smriti Irani

আমেরিকা থেকে সোজা তুলসীর বাড়িতে আসছেন! বিল গেট্‌সকে ‘জয় শ্রীকৃষ্ণ’ বলে অভ্যর্থনা স্মৃতির

ধারাবাহিকের একটি ঝলক প্রকাশ্যে আসার পরেই জল্পনা, বিল গেট্স আসছেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২২ অক্টোবর ২০২৫ ১৯:১৬
বিল গেট্‌স আসছেন স্মৃতি ইরানির ধারাবাহিকে।

বিল গেট্‌স আসছেন স্মৃতি ইরানির ধারাবাহিকে। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

আমেরিকা থেকে সোজা তুলসীর পরিবারে আসছেন বিল গেট্‌স! ধারাবাহিকের ঝলকে এমন ইঙ্গিত দিলেন তুলসী তথা স্মৃতি ইরানি। খুব শীঘ্রই নাকি ‘কিউঁ কি সাঁস ভি কভি বহু থি’ ধারাবাহিকে দেখা যাবে মাইক্রোসফ্‌ট-এর সহ-প্রতিষ্ঠাতাকে।

Advertisement

একসময় এই ধারাবাহিক আলোড়ন ফেলেছিল ছোটপর্দার জগতে। দীর্ঘ দিন চলেছিল এই ধারাবাহিক। ছোটপর্দার অন্যতম চরিত্রগুলির মধ্যে ছিল তুলসী। সেই ধারাবাহিক নিয়ে ফের অভিনয়ে ফিরেছেন স্মৃতি ইরানি। একই চরিত্রে দেখা যাচ্ছে তাঁকে। ফের নতুন করে জনপ্রিয়তাও পাচ্ছে ধারাবাহিকটি। সেই ধারাবাহিকের একটি ঝলক প্রকাশ্যে আসার পরেই জল্পনা, বিল গেট্স আসছেন। ঝলকে দেখা যাচ্ছে, ল্যাপটপে ভিডিয়ো কল করছেন এবং বলছেন, “জয় শ্রীকৃষ্ণ। খুব ভাল লাগছে জেনে, আপনি আমেরিকা থেকে সরাসরি আমার পরিবারের সঙ্গে যোগাযোগ করছেন। আমরা আপনার জন্য অপেক্ষা করে আছি।”

তুলসী কার সঙ্গে ভিডিয়ো কলে কথা বলছে তা অবশ্য প্রকাশ্যে আসেনি। শুধু আমেরিকান কায়দায় ভিডিয়ো কলের ওপারের ব্যক্তিকে ‘জয় শ্রীকৃষ্ণ’ বলতে শোনা গিয়েছে। ভিডিয়ো কল বন্ধ করেই স্মৃতি ইরানি দর্শককে বলেন, “আপনারা নিশ্চয়ই ভাবছেন, কে আসছেন আমেরিকা থেকে? জানার জন্য চোখ রাখুন।” বৃহস্পতিবার ও শুক্রবারের পর্বে এই বিশেষ অতিথিকে নাকি দেখা যাবে। শোনা যাচ্ছে, এই অতিথি বিল গেট্‌স ছাড়া আর কেউ নয়।

স্মৃতি নিজেও এক সাক্ষাৎকারে জানিয়েছেন, হিন্দি ধারাবাহিকে দেখা যাবে মাইক্রোসফ্‌ট-এর সহ-প্রতিষ্ঠাতাকে। ফলে সেই মুহূর্তটি ভারতের বিনোদন জগতের জন্য ‘ঐতিহাসিক’ হয়ে থাকবে বলে দাবি স্মৃতির।

Advertisement
আরও পড়ুন