মৃত্যুর পাঁচ দিন আগেও কাজ করেছেন আসরানী। ছবি: সংগৃহীত।
মৃত্যুর পাঁচ-ছয় দিন আগেও ছবির শুটিং করতে গিয়েছিলেন আসরানী। প্রিয়দর্শনের পরিচালিত ছবির শুটিং করছিলেন তিনি। শারীরিক কষ্ট থাকলেও কাজ থামাননি তিনি। শরীরে কী কী সমস্যা ছিল বর্ষীয়ান অভিনেতার? সাক্ষাৎকারে জানালেন প্রিয়দর্শন।
মৃত্যুর ঠিক আগের দিনগুলো কেমন ছিল, তা নিয়ে কথা বলেছেন প্রিয়দর্শন। আসরানীর শেষ ছবির পরিচালক হতে পেরে নিজেকে সৌভাগ্যবান বলে মনে করছেন তিনি। এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আসরানী স্যর ছবির সেটে ইতিবাচক আবহ তৈরি করে রাখতেন। অসাধারণ মানুষ ছিলেন। আমার কাছে ওঁর মৃত্যু ব্যক্তিগত ক্ষতি। এই ভাবে কারও মৃত্যু সচরাচর এত আঘাত করে না আমাকে।”
ছবির শুটিং কি শেষ করতে পেরেছিলেন আসরানী? প্রিয়দর্শন বলেন, “আমার সৌভাগ্য যে, ওঁর শেষ দৃশ্য আমি ক্যামেরাবন্দি করতে পেরেছি। মৃত্যুর মাত্র পাঁচ-ছয় দিন আগেই তিনি শুটিং করেছিলেন। তাই আমি খবরটা পেয়ে চমকে গিয়েছিলাম।” ‘হায়বান’ নামে একটি ছবির শুটিং করছিলেন আসরানী। ছবিতে অভিনয় করেছেন সইফ আলি খানও। সেই ছবিতে আসরানীর একটি দৃশ্যের শুটিং বাকি রয়ে গিয়েছে। জানিয়েছেন প্রিয়দর্শন। পরিচালক বলেন, “একটি দৃশ্যের শুটিং বাকি রয়েছে, ওটা আমরা সামাল দিয়ে নেব। বাকি সব দৃশ্যের শুটিং উনি শেষ করে দিয়েছেন। প্রবল পিঠব্যথা নিয়ে শুটিং করতে আসতেন। তাই আমরা ওঁর জন্য একটা চেয়ার রাখতাম। ক্যামেরা চালু হওয়া মাত্রই আমরা ওই চেয়ার সরিয়ে দিতাম।”
ছবির শুটিং চলাকালীন ইনদওরে গিয়েছিলেন আসরানী। সেখানের রাস্তা খারাপ ছিল বলে, পায়ে ব্যথাও শুরু হয়েছিল তাঁর। কিন্তু সেই সমস্যা নিয়েও তিনি শুটিং করতে আসতেন। এমনই জানিয়েছেন প্রিয়দর্শন।