Aamir Khan

সন্তানদের নামকরণে নিজের ধর্মকেই অগ্রাধিকার, স্ত্রীরা কোথায়? প্রশ্নের স্পষ্ট জবাব আমিরের

আমিরের প্রথম পক্ষের দুই সন্তানের নাম জুনেইদ খান ও ইরা খান। দ্বিতীয় পক্ষে এক পুত্র সন্তানের নাম আজ়াদ।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৬ জুন ২০২৫ ১৮:৫৩
Aamir Khan

ছেলেমেয়েদের নামকরণ নিয়ে কথা বললেন আমির। ছবি: সংগৃহীত।

বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ তিনি। কিন্তু ব্যক্তিগত জীবনের জন্য বার বার কটাক্ষের শিকার হন আমির খান। এমনকি, নিজের সন্তানদের নামকরণ নিয়েও বার বার প্রশ্নের মুখে পড়েছেন অভিনেতা। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই বিতর্ক নিয়েও কথা বলেন তিনি।

Advertisement

আমিরের প্রথম দুই স্ত্রী রিনা দত্ত ও কিরণ রাও ভিন্‌ ধর্মের। কিন্তু সন্তানদের নামকরণের ক্ষেত্রে কি আমির নিজের ধর্মকেই অগ্রাধিকার দিয়েছেন? এই প্রশ্নের উত্তর দিয়েছেন আমির। আমিরের প্রথম পক্ষের দুই সন্তানের নাম জুনেইদ খান ও ইরা খান। দ্বিতীয় পক্ষে এক পুত্রসন্তানের নাম আজ়াদ। আমির বলেন, “আমার সন্তানদের নামগুলো কিন্তু আমার স্ত্রীরাই বরাবর নির্বাচন করেছেন। এই বিষয়ে আমার কোনও মতামতই ছিল না।”

আমিরের বক্তব্য, সন্তানের নামকরণের ক্ষেত্রে বরাবরই স্ত্রীদেরই ভূমিকা থাকে। এ ক্ষেত্রে স্বামীদের কিছুই বলার থাকে না। তাঁর ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে। বলি তারকার মতে, কন্যা ইরার নামের সঙ্গে ভারতের ঐতিহ্যের বড় যোগ রয়েছে। তিনি বলেছেন, “দেবী সরস্বতীর অন্য একটি নাম হল ইরা। আপনারা কি ইরাবতী নামটা শুনেছেন? সেই নামেরই ছোট সংস্করণ হল ইরা। এই নামটা মানেকা গান্ধীর বই ‘হিন্দু নেমস’ থেকে রিনাই খুঁজে বার করেছিল।”

পুত্র আজ়াদের নামও কিরণের পছন্দ বলে জানান আমির। স্বাধীনতা সংগ্রামী মৌলানা আবুল কালাম আজ়াদের থেকে এই নাম খুঁজে বার করেছিলেন আমিরের দ্বিতীয় স্ত্রী। অভিনেতার কথায়, “আজ়াদ মোটেই মুসলিম নাম নয়। চন্দ্রশেখর আজ়াদের নাম শুনেছেন? স্বাধীনতার সঙ্গে এই নামের যোগ রয়েছে। এই নাম কোনও নির্দিষ্ট একটি ধর্মের নয়।”

Advertisement
আরও পড়ুন