Ranbir Kapoor

বিদেশের রেস্তোরাঁয় একা বসে খাওয়াদাওয়া সারেন রণবীর কপূর! কোন কারণে এড়িয়ে চলেন সঙ্গীদের?

এক বিদেশের বিমানবন্দরে রণবীরকে দেখা যায় সাধারণ যাত্রীদের সারিতে। শান্ত হয়ে অপেক্ষা করছিলেন তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৯ মে ২০২৫ ১৪:১৮
Image of Ranbir Kapoor

প্রচারের আলো থেকে নিজেকে সরিয়ে রাখতেই পছন্দ করেন রণবীর কপূর। ছবি: সংগৃহীত।

আর পাঁচ জন তারকার থেকে একেবার আলাদা রণবীর কপূর। । সম্প্রতি এক প্রযোজনা সংস্থার পরিচালক প্রধান জানিয়েছেন, ছবির শুটিংয়ে গিয়েও একটু আলাদা থাকতে পছন্দ করেন তিনি। রেস্তরাঁয় বসে খাওয়াদাওয়া সারেন একা।

Advertisement

রণবীর এমনিতেই খুব সাধারণ জীবনযাপনে অভ্যস্ত। প্রচারের আলো থেকে নিজেকে সরিয়ে রাখতেই পছন্দ করেন। সমাজমাধ্যমে তিনি একেবারে সক্রিয় নন। তারকাখচিত কোনও অনুষ্ঠানেও তাঁকে দেখা যায় খুবই কম। এমনকি অন্য তারকারা যখন সপার্ষদ ঘুরে বেড়াতে ভালবাসেন, রণবীর ঘুরে বেড়ান একা।

এক প্রযোজনা সংস্থার পরিচালনপ্রধান রাজীব মাসান্দ সম্প্রতি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, রণবীরকে তাঁর খুবই আকর্ষক চরিত্রের বলে মনে হয়। তিনিই জানিয়েছেন, একবার এক বিদেশি বিমানবন্দরে তিনি রণবীরকে আবিষ্কার করেন সাধারণ যাত্রীদের সারিতে। একেবারে শান্ত হয়ে তিনি অপেক্ষা করছিলেন। রাজীব যখন তাঁকে জিজ্ঞাসা করেন, কোন দলের সঙ্গে তিনি সেখানে গিয়েছেন, রণবীর বলেন, তিনি একাই এসেছেন। অথচ, পরে দেখা যায় বিমানবন্দরের বাইরে কেউ অপেক্ষা করছিলেন তাঁর জন্য। আসলে তিনি কাজেই এসেছিলেন। কিন্তু কাজে এলেও নিজের মতো করে সময় কাটাতে ভালবাসেন রণবীর।

সাধারণত তারকারা নিজের দলের সঙ্গে থাকতেই ভালবাসেন। কিন্তু কপূর পরিবারের সন্তান রণবীর কোনও ছবির শুটিংয়ের সময় একা একা যান মধ্যাহ্নভোজন সারতে। রাজীব বলেন, “এটা একজন মেধাবী অভিনেতার পক্ষেই সম্ভব। সাধারণের মধ্যে থেকেই তিনি নিজের চরিত্রগুলিকে আরও কাছ থেকে বুঝে নিতে চান, যাতে অভিনয়ে ফুটে ওঠে বাস্তবতা।”

এই মুহূর্তে রণবীর ব্যস্ত সঞ্জয়লীলা ভন্সালীর ছবি ‘লভ অ্যান্ড ওয়ার’-এর শুটিংয়ে। এ ছবিতে তাঁর সঙ্গে রয়েছেন আলিয়া ভট্ট এবং ভিকি কৌশল। এ ছাড়া, অনুরাগীরা দীর্ঘ দিন ধরেই অপেক্ষা করছেন তাঁকে রাম রূপে দেখার জন্য। নীতেশ তিওয়ারির ‘রামায়ণে’ সাই পল্লবী এবং সানি দেওলের সঙ্গে দেখা যাবে তাঁকে।

Advertisement
আরও পড়ুন