Shilpa Shetty In Trouble

মাথার উপর প্রতারণার অভিযোগ, বিকৃত ছবি ছড়াতেই নাস্তানাবুদ শিল্পা! এ বার কী পদক্ষেপ তাঁর?

নিরাপদ মনে করছেন না তিনি। এ বার নিজের নিরাপত্তা চেয়ে আদালতে গেলেন শিল্পা শেট্টী। কী আবেদন জানালেন?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৫ ১২:৪৫
শিল্পা শেট্টীর সঙ্গে কী সমস্যা?

শিল্পা শেট্টীর সঙ্গে কী সমস্যা? ছবি: ইনস্টাগ্রাম।

২০২৫ ভাল গেল না শিল্পা শেট্টীর। মাথার উপরে ৬০ কোটি টাকার প্রতারণার অভিযোগ। তার উপরে প্রযুক্তির সহায়তায় তাঁর বিকৃত ছবিতে ছয়লাপ সমাজমাধ্যম। নিজেকে নিরাপদ ভাবতে পারছেন না তিনি আর।

Advertisement

খবর, এই কারণেই নিজের নিরাপত্তা চেয়ে এ বার আদালতের দ্বারস্থ শিল্পা। তাঁর অভিযোগ, বিনা অনুমতিতে তাঁর চেহারা, কণ্ঠস্বর, অঙ্গভঙ্গি নকল করে অজস্র ছবি, বই, ভিডিয়ো তৈরি করা হয়েছে। সেই সব ছড়িয়ে দেওয়া হয়েছে নানা ওয়েব প্ল্যাটফর্মে। এর ফলে, তাঁর ব্যক্তিগত জীবন বিপর্যস্ত। তাঁকে নিয়ে ভুল বার্তা পৌঁছে যাচ্ছে সাধারণের কাছে। শিল্পা এর তীব্র বিরোধিতা করেছেন।

এর পরেই পুরো বিষয়কে ‘অত্যন্ত উদ্বেগজনক ও মর্মান্তিক’ আখ্যা দেয় বোম্বে হাইকোর্ট। দ্রুত এই ধরনের ছবি, ভিডিয়ো মুছে ফেলার নির্দেশ দেয় বেশ কিছু সমাজমাধ্যম এবং ডিজিটাল ওয়েবসাইটকে।

বিচারপতি অদ্‌ভেদ শেঠনা শিল্পার দায়ের করা অভিযোগের শুনানি চলাকালীন বলেন, “যে কোনও ব্যক্তি, নারী অথবা পুরুষকে এ ভাবে প্রকাশ্যে হেনস্থা করা যায় না। তাঁর বিনা অনুমতিতে তাঁর ব্যক্তিগত জীবন প্রকাশ্যে আনা দণ্ডনীয় অপরাধ।” আদালতে অভিযোগ জানানোর সময় বেশ কিছু বিকৃত ছবির স্ক্রিনশট পেশ করেছিলেন শিল্পা। সে সব উল্লেখ করে বিচারপতির দাবি, “কারও ব্যক্তিজীবনকে প্রকাশ্যে এনে তাকে বিকৃত করার কোনও অধিকার নেই। যে সব ওয়েবসাইট বা প্ল্যাটফর্ম এই অন্যায় করেছে, তাদের অবিলম্বে সব কিছু মুছে ফেলতে হবে।”

Advertisement
আরও পড়ুন