৪৫ বছর পূর্ণ করলেন বিদ্যুৎ। ছবি: সংগৃহীত।
৪৫ বছর পূর্ণ হল অভিনেতার। অভিনয়ের জন্য প্রশংসিত হলেও, সেই ভাবে আলোচনায় থাকতে পছন্দ করেন না বিদ্যুৎ জামাল। তবে তার মধ্যেও কখনও ব্যক্তিগত জীবনের ওঠাপড়া ও ফিটনেস-এর জন্য খবরে উঠে আসেন তিনি। ২০২৫-এ একটি মাত্র তামিল ছবি মুক্তি পেয়েছে তাঁর। ছবির নাম ‘মাধারাসি’। ২০২৪-এ নোরা ফতেহির বিপরীতে ‘ক্র্যাক’ নামে একটি ছবি মুক্তি পেলেও তা তেমন সাড়া ফেলেনি। ২০২৩ সালে তাঁর ছবি ‘আইবি৭১’ মিশ্র প্রতিক্রিয়া পেয়েছিল দর্শকের মধ্যে। বছরে একটি করে ছবি। অভিনেতার সম্পত্তির পরিমাণ কত?
এক একটি ছবিতে অভিনয় করার জন্য ৩ থেকে ৪ কোটি টাকা পারিশ্রমিক নেন বিদ্যুৎ। তবে অভিনয় ছা়ড়াও ব্র্যান্ডের এনডোর্সমেন্ট করেন তিনি। ব্র্যান্ডপিছু ৩৫ থেকে ৪০ লক্ষ টাকা পারিশ্রমিক পান। বিদ্যুতের বার্ষিক আয় ৭ কোটি টাকার আশপাশে।
২০২৪-এ মুক্তিপ্রাপ্ত ‘ক্র্যাক’ ছবিতে শুধু অভিনয়ই নয়। ছবির প্রযোজনাও বিদ্যুৎই করেছিলেন। কিন্তু সেই ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। কোটি কোটি টাকার ক্ষতি হয়েছিল তাঁর। কিন্তু সেই ক্ষতি তিন মাসের মধ্যে সামলে নিয়েছিলেন অভিনেতা। ছবিটি তৈরি করতে খরচ হয়েছিল ৪৫ কোটি টাকা। কিন্তু বক্স অফিসে সংগ্রহ করেছিল ১৭ কোটি টাকা। প্রথমেই ক্ষতি সামাল দেওয়ার জন্য ফরাসি সার্কাসে যোগ দিয়েছিলেন বিদ্যুৎ। অভিনেতা এক সাক্ষাৎকারে বলেছিলেন, “অনেক টাকার ক্ষতি হয়েছিল। প্রথমেই মনে হল, কী ভাবে এই ক্ষতি সামাল দেব।” ১৪ দিন ফরাসি সার্কাসের প্রশিক্ষণ নিয়েছিলেন বিদ্যুৎ। ফ্রান্স থেকে ফিরে এসে মুম্বইয়ে এই বিশেষ ধরনের সার্কাস নিয়ে নানা জায়গায় কাজ করেন ও প্রশিক্ষণ দেন। যা যা ক্ষতি হয়েছিল, মাত্র তিন মাসে সামাল দেন।
এ ছাড়া আলিবাগে বিদ্যুৎ জামালের একটি বাড়ি রয়েছে, যার দাম ২০ কোটি টাকা। মুম্বইয়ের এক বহুতলেও তাঁর আবাসন রয়েছে যার দাম ৫ কোটি টাকা।
তবে ব্যক্তিগত জীবনে তিনি বর্তমানে একা। একসময় অভিনেত্রী মোনা সিংহের সঙ্গে দীর্ঘ দু’বছর তাঁদের সম্পর্ক ছিল। ২০১৪ সালে বিচ্ছেদ হয় তাঁদের। ২০২১ সালে ফের সম্পর্কে জড়ান বিদ্যুৎ। পোশাকশিল্পী নন্দিতা মহতানির সঙ্গে সম্পর্কে জড়ান। দীর্ঘ দিন তাঁরা বন্ধু ছিলেন। এর পরে ২০২৩ সালে তাঁরা সেই সম্পর্কে ইতি টানেন।