Accident in Kolkata

জোড়া দুর্ঘটনা কলকাতায়! ইএম বাইপাসে মৃত্যু বাইক আরোহীর, রেড রোডে ল্যাম্পপোস্টে ধাক্কা গাড়ির, জখম বাবা-ছেলে

মঙ্গলবার গভীর রাতে ইএম বাইপাসে গতির বলি এক বাইক আরোহী। অন্য দিকে, বুধবার সকালে রেড রোডে আরও এক গাড়ি ধাক্কা মারে ল্যাম্পপোস্টে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০২৫ ০৯:৩২
Two separate accident occur in Kolkata, one died

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

কলকাতায় জোড়া পথ দুর্ঘটনা। মঙ্গলবার গভীর রাতে ইএম বাইপাসে বেপরোয়া গতির বলি এক বাইক আরোহী। অন্য দিকে, বুধবার সকালে রেড রোডে আরও এক গাড়ি ধাক্কা মারে বিদ্যুতের খুঁটি ও গাছে। জখম হন গাড়িতে থাকা দু’জন। গাড়ির ধাক্কায় এক পথচারীও আহত হয়েছেন বলে খবর।

Advertisement

জানা গিয়েছে, মঙ্গলবার রাত ২টোর সময় কালিকাপুরের কাছে ইএম বাইপাসের উপর পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অলোকেশ হালদার নামে এক যুবকের। বাইকে করে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন তিনি। অলোকেশ ঢালাই ব্রিজ থেকে রুবি মোড়ের দিকে আসছিলেন। বাইকের গতি তুলনামূলক বেশি ছিল। সেই সময় সিংহবাড়ি মোড়ের কাছে একটি দাঁড়িয়ে থাকা গাড়িতে প্রথমে ধাক্কা মারে বাইকটি। তার পরে পাশের ডিভাইডারে ধাক্কা দেয়। বাইক থেকে ছিটকে রাস্তায় পড়েন অলোকেশ।

রক্তাক্ত অবস্থায় অলোকেশকে এমআর বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। স্থানীয়দের এবং পুলিশের মতে, অলোকেশের বাইকের গতি বেশি ছিল। পাশাপাশি মাথায় হেলমেট ছিল না। রাস্তায় পড়ে যাওয়ায় মাথায় গুরুতর চোট লাগে তাঁর। সেই কারণেই মৃত্যু।

অন্য দিকে, বুধবার সকালে রেড রোডে একটি বেপরোয়া গাড়ি সজোরে ধাক্কা মারে রাস্তার পাশের বিদ্যুতের খুঁটিতে। তার পরে কিছুটা এগিয়ে গিয়ে একটি গাছেও ধাক্কা মারে সেটি। দুর্ঘটনায় গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়েছে। গাড়ির মধ্যে থেকে গুরুতর জখম অবস্থায় দু’জনকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে সেখানেই তাঁরা চিকিৎসাধীন। সম্পর্কে তাঁরা বাবা-ছেলে বলে জানা গিয়েছে।

Advertisement
আরও পড়ুন