Param Sundari

গির্জার মধ্যে ঘনিষ্ঠ দৃশ্য! জাহ্নবী ও সিদ্ধার্থের বিরুদ্ধে বড় অভিযোগ, চিঠি গেল মুম্বই পুলিশের কাছেও

গির্জার ভিতরে প্রেমে মজেছেন জাহ্নবী ও সিদ্ধার্থ। কী ভাবে ধর্মীয় স্থানে ঘনিষ্ঠ দৃশ্য দেখানো যায়, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৪ অগস্ট ২০২৫ ১৪:৫৭
জাহ্নবী ও সিদ্ধার্থ বিপাকে।

জাহ্নবী ও সিদ্ধার্থ বিপাকে। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

মুক্তির আগেই বিপাকে ‘পরম সুন্দরী’। জাহ্নবী কপূর ও সিদ্ধার্থ মলহোত্র অভিনীত এই ছবির গানগুলি ইতিমধ্যেই সাড়া ফেলেছে। কিন্তু আপত্তি এসেছে খ্রিস্ট ধর্মাবলম্বীদের তরফে। ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ উঠেছে তাঁদের পক্ষ থেকে। একটি গানের দৃশ্য নিয়ে তাঁদের মূল আপত্তি।

Advertisement

গির্জার ভিতরে প্রেমে মজেছেন জাহ্নবী ও সিদ্ধার্থ। কী ভাবে ধর্মীয় স্থানে ঘনিষ্ঠ দৃশ্য দেখানো যায়, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা। এক খ্রিস্টান সংগঠন ‘দ্য ওয়াচডগ ফাউন্ডেশন’-এর পক্ষ থেকে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি)-কে একটি চিঠি পাঠানো হয়েছে। মুম্বই পুলিশ, তথ্য ও সম্প্রচার মন্ত্রক ও মহারাষ্ট্র সরকারের কাছেও এই সংগঠনের তরফে চিঠি পাঠানো হয়েছে। এমনকি ছবির পরিচালককেও চিঠি পাঠিয়েছেন তাঁরা। অনুরোধ, ছবি থেকে বাদ দিয়ে দিতে হবে ওই বিশেষ দৃশ্যটি।

সংগঠন চিঠিতে জানিয়েছে, সাম্প্রতিক কালে ইচ্ছাকৃত ভাবে ছবিতে এমন কিছু দৃশ্য রাখা হয় যা নিয়ে বিতর্ক তৈরি হতে পারে। দর্শক টানতেই এটা হয়ে থাকে। এই প্রবণতা বন্ধ হওয়া উচিত বলে দাবি তাদের। বাক্‌স্বাধীনতা এবং ধর্মীয় ভাবাবেগে আঘাত— এই দুইয়ের মধ্যে সামঞ্জস্য বজায় রাখার কথাও বলেছেন তাঁরা।

চিঠিতে বলা হয়েছে, “গির্জা একটি পবিত্র স্থান। এখানে প্রার্থনা করা হয় ঈশ্বরের কাছে। গির্জার মধ্যে এমন অনভিপ্রেত দৃশ্য দেখানো যায় না। এই ধরনের দৃশ্য শুধু ধর্মীয় ও আধ্যাত্মিক ভাবাবেগেই আঘাত করে , এমন নয়। সমগ্র ক্যাথলিক গোষ্ঠীকে আঘাত করেছে।”

উল্লেখ্য, এই ছবিটি আগামী ২৯ অগস্ট মুক্তি পাওয়ার কথা প্রেক্ষাগৃহে।

Advertisement
আরও পড়ুন