Deepika Padukone Pregnancy

‘৮-৯ মাস খুব কষ্ট পেয়েছি’, দীপিকার গর্ভাবস্থায় জটিলতা ছিল? অবশেষে দুয়াকে নিয়ে মুখ খুললেন অভিনেত্রী

গত বছর ফেব্রুয়ারি মাসে দীপিকা ও রণবীর ঘোষণা করেছিলেন, কোলে আসছে নতুন সদস্য। ৮ সেপ্টেম্বর জন্ম নেয় মেয়ে দুয়া।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৭ মে ২০২৫ ২০:৪৪
Deepika Padukone finally opened up about her pregnancy journey

গর্ভাবস্থায় কষ্ট পেয়েছিলেন দীপিকা? ছবি: সংগৃহীত।

কন্যা দুয়া পাড়ুকোন সিংহের ছবি এখনও প্রকাশ্যে আনেননি দীপিকা। অন্তঃসত্ত্বা অবস্থার অভিজ্ঞতা নিয়েও তিনি কখনওই মুখ খোলেননি। তবে এ বার এক সাক্ষাৎকারে দীপিকা জানালেন, তাঁর গর্ভাবস্থা বেশ জটিল ছিল।

Advertisement

গত বছর ফেব্রুয়ারি মাসে দীপিকা ও রণবীর ঘোষণা করেছিলেন, কোলে আসছে নতুন সদস্য। ৮ সেপ্টেম্বর জন্ম নেয় দুয়া। দীপিকা বলেছেন, “সন্তান জন্ম দেওয়ার আগের ৮-৯ মাস আমাকে খুব কষ্ট পেতে হয়েছিল।” তবে কী বিষয়ে জটিলতা তৈরি হয়েছিল, সে বিষয়ে কিছু বলেননি অভিনেত্রী।

সন্তানের নামকরণ নিয়েও বিস্তর ভেবেছিলেন দীপিকা ও রণবীর। অভিনেত্রী বলেছেন, “জন্মের পরে শিশুকে কোলে নেব, তাকে এই পৃথিবীটা দেখতে দেব। ওর ব্যক্তিত্বের কিছুটা বৃদ্ধি হবে। এই বিষয়গুলো আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ।”

তবে একদিন হঠাৎ মধ্যরাতে শুটিং করার সময়ে রণবীর জানতে চান, দুয়া নামটি কেমন? নাম পছন্দ হয়ে যায় দীপিকার। কবিতা ও সঙ্গীতের থেকে অনুপ্রাণিত হয়ে এই নাম রাখা হয়েছে বলে জানান অভিনেত্রী। তাঁর কথায়, “আমাদের কাছে ও (দুয়া) কতটা গুরুত্বপূর্ণ তা বোঝানোর জন্য এই নামটিই যথাযথ।”

মানসিক স্বাস্থ্য নিয়ে আগেও কথা বলেছেন দীপিকা। দুয়ার জন্মের পরে কেমন ছিল তাঁর মানসিক স্বাস্থ্য? এই প্রসঙ্গে অভিনেত্রী জানিয়েছেন, এই সময়ে তিনি ঠিকই ছিলেন। অন্তঃসত্ত্বা অবস্থায় অনেকেই নিয়মিত তাঁর খোঁজ নিতেন। এই বিষয়ে দীপিকার বক্তব্য, “আমি সত্যিই সৌভাগ্যবতী কিছু মানুষকে আমার জীবনে পেয়েছি। যে কোনও প্রয়োজনে ওঁদের পাশে পাওয়া যায়।”

দীপিকা ও রণবীর তাঁদের কন্যার এক জোড়া পায়ের ছবি ভাগ করেছিলেন সমাজমাধ্যমে। অনুরাগীরা অপেক্ষা করে আছেন, কবে একরত্তির মুখ প্রকাশ্যে আনবেন তারকা দম্পতি।

Advertisement
আরও পড়ুন