Deepika Padukone

এসেছে ভূরি ভূরি টাকার প্রলোভন! একটি কারণেই বড় অঙ্কের আর্থিক প্রস্তাব ফিরিয়ে দেন দীপিকা

একের পর এক কাজ হাতছাড়া হয়েছে তাঁর। এর মধ্যেই জানা গেল, বড় অঙ্কের পারিশ্রমিকের প্রস্তাব এলেও তা ফিরিয়ে দিয়েছেন দীপিকা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৭ নভেম্বর ২০২৫ ২০:৪৭
কেন বড় অঙ্কের পারিশ্রমিক ফিরিয়ে দেন দীপিকা?

কেন বড় অঙ্কের পারিশ্রমিক ফিরিয়ে দেন দীপিকা? ছবি: সংগৃহীত।

বড় অঙ্কের অর্থের প্রলোভন এসেছে। কিন্তু একটি কারণে সেই সব প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন দীপিকা পাড়ুকোন। সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন অভিনেত্রী।

Advertisement

গত কয়েক মাস ধরে আট ঘণ্টার কাজের কথা বলে বিতর্কে অভিনেত্রী। মা হওয়ার পর থেকে এই শর্ত রেখেছেন তিনি। তার পর থেকে একের পর এক কাজ হাতছাড়া হয়েছে তাঁর। এর মধ্যেই জানা গেল, বড় অঙ্কের পারিশ্রমিকের প্রস্তাব এলেও তা ফিরিয়ে দিয়েছেন দীপিকা। অভিনেত্রী বলেছেন, “কাজে কতটা সত্যতা রয়েছে, সেটাই সবচেয়ে বড় বিষয়। সততার অভাব থাকলে মানিয়ে নেওয়া যায় না। আমার কাছে এর কোনও জায়গা নেই। কিছু সময়ে মানুষ বড় অঙ্কের অর্থের পারিশ্রমিকের প্রস্তাব দিয়ে ভেবেছে, ওটাই যথেষ্ট। কিন্তু মোটেই তা নয়।”

বাণিজ্যিক ভাবে কোনও ছবি বড় হলেও, ছবিতে যদি সত্যতার অভাব থাকে, তা হলে তা কোনও ভাবেই গ্রহণযোগ্য নয় দীপিকার কাছে। ছবিতে সত্যতা ও সততা থাকলে সব সময় পাশে থাকেন বলে জানান অভিনেত্রী।

অভিনেত্রী জানান, হতেই পারে দশ বছর পরে তিনি এখন নেওয়া সিদ্ধান্তগুলির বিষয়ে প্রশ্ন তুলতে পারেন। তাঁর কথায়, “হতেই পারে আজকের সিদ্ধান্ত নিয়ে দশ বছর পরে আমি প্রশ্ন তুলব। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমি যেটা ঠিক মনে করছি, সেটাই করছি।”

পর পর ‘স্পিরিট’ ও ‘কল্কি ২৮৯৮ এডি’র সিক্যুয়েল থেকে বাদ পড়েছেন দীপিকা। বর্তমানে তিনি শাহরুখের ছবি ‘কিং’ নিয়ে ব্যস্ত।

Advertisement
আরও পড়ুন