দিদির মেয়েকে কী নামে ডাকেন অনিশা? ছবি: সংগৃহীত।
দীপাবলির আবহে অনুরাগীদের মিষ্টি উপহার দিলেন রণবীর সিংহ ও দীপিকা পাড়ুকোন। মা-বাবার সঙ্গে উৎসব উদ্যাপনে ব্যস্ত ছোট্ট দুয়া। মঙ্গলবার মেয়ের মুখ প্রথম প্রকাশ্যে এনেছেন তারকাদম্পতি। সেখানেই দীপিকার বোনের মন্তব্য মন কাড়ল সকলের।
গত বছর দীপাবলিতে মেয়ের নাম জানিয়েছিলেন অনুরাগীদের। এই বছর প্রথম মেয়ের মুখ দেখালেন সকলকে। খুদে দুয়াকে কার মতো দেখতে? বাবা না মা? ছবি পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গে সেই আলোচনা শুরু অনুরাগীদের। তারকাদের শুভেচ্ছাবার্তাও নজরে পড়ার মতো। তারই মাঝে সকলের চোখে পড়েছে দুয়ার মাসি অনিশা পাড়ুকোনের মন্তব্য। তিনি লেখেন, “আমার হৃদয়ের টুকরো, আমার টিঙ্গু।” অনিশার মন্তব্যে অনুরাগীদের ভালবাসার বন্যা। কেউ লেখেন, “দুয়া কী মিষ্টি!” আবার কেউ সরাসরি অনিশাকেই প্রশ্ন করলেন, “মায়ের মতোই কি দুয়াও দুষ্টু?”
কালকের ছবিতে দেখা যায়, মায়ের সঙ্গে রং মিলিয়ে সেজেছে ছোট্ট দুয়া। দীপিকা ও দুয়া দু’জনের পরনেই লাল রঙের জমকালো চুড়িদার। তার সঙ্গে মানানসই সোনার গয়না। দীপাবলির কথা মাথায় রেখেই সেজেছেন মা-মেয়ে। দুয়ার মাথার দু’দিকে ঝুঁটি বেঁধে দিয়েছেন দীপিকা। অন্য দিকে, বাবার পরনে সাদা ও ঘিয়ে রঙের মিশেলে শেরওয়ানি। বাবা-মায়ের মধ্যমণি হয়ে কখনও দুয়া হাসছে, কখনও আকাশের দিকে তাকিয়ে কিছু দেখাচ্ছে। বাবা-মাও কন্যাকে আদরে মুড়ে রেখেছেন। ছবিগুলি ভাগ করে নিয়ে তারকাদম্পতি লিখেছিলেন, “দীপাবলির শুভেচ্ছা।”