Dhurandhar Actor Accused For Physical Abusement

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ পরিচারিকাকে! গ্রেফতার ‘ধুরন্ধর’ অভিনেতা নাদিম খান

অভিযোগকারিণী থানায় অভিনেতার নামে অভিযোগ দায়ের করেছেন। তাঁর অভিযোগ, গত ১০ বছর ধরে নারকীয় যন্ত্রণা ভোগ করছেন তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০২৬ ১১:৪৮
অভিনেতা নাদিম খানের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ।

অভিনেতা নাদিম খানের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ। ছবি: সংগৃহীত।

‘ধুরন্ধর’ ছবিতে তিনি ‘রহমান ডাকাত’ অক্ষয় খন্নার রাঁধুনি। বাস্তবে বড়পর্দার অভিনেতা নাদিম খানের বিরুদ্ধে অভিযোগ, বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে গৃহপরিচারিকাকে লাগাতার ধর্ষণ করেছেন তিনি! খবর, নির্যাতিতা মালওয়ানি থানায় অভিনেতার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

Advertisement

নাদিমের বিরুদ্ধে তাঁর গৃহপরিচারিকার অভিযোগ, অভিনেতা নাকি গত ১০ বছর ধরে এ ভাবেই তাঁকে যৌন নির্যাতন করেছেন। প্রত্যেক সহবাসের আগে অভিনেতা নাকি আশ্বাস দিতেন, তিনি অভিযোগকারিণীকে বিয়ে করবেন। ভয় দেখিয়ে জোর করে সহবাসের অভিযোগও রয়েছে অভিযুক্তের বিরুদ্ধে।

থানায় লিখিত অভিযোগে গৃহপরিচারিকার দাবি, তিনি ভয়ে দীর্ঘ দিন এই নারকীয় অত্যাচার সহ্য করেছেন। অন্য দিকে, অভিনেতা তাঁকে দেওয়া কথা রাখেননি বলে তাঁর দাবি। ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়ায় অবশেষে তিনি প্রশাসনের দ্বারস্থ। ইতিমধ্যেই মালওয়ানি থানার পুলিশ মামলা দায়ের করেছে নাদিমের বিরুদ্ধে। জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতার করা হয়েছে অভিনেতাকে।

খবর, ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে। প্রশাসন খতিয়ে দেখছে, এর আগে অভিনেতার বিরুদ্ধে একই ধরনের কোনও অভিযোগ দায়ের করা হয়েছিল কি না।

প্রসঙ্গত, ‘ধুরন্ধর’ ছাড়াও নাদিমকে ‘মিমি’ (২০২১), ‘বধ’ (২০২২), ‘ম্যায় লড়েগা’ (২০২৪) ছবিগুলিতে দেখা গিয়েছে। পর্দার পাশাপাশি তিনি মঞ্চেরও চেনামুখ। যাঁকে ঘিরে এত শোরগোল, সেই অভিনেতা কিন্তু নীরব। এখনও পর্যন্ত তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে মুখ খোলেননি।

Advertisement
আরও পড়ুন