Kanchan's Puja Special Makeover

পুজোয় সব মেয়েই সুন্দর, যাঁরা সার্জারি করেন তাঁরা নন! ‘লুক’ বদলেই বললেন কাঞ্চন মল্লিক

পুজোর আগে পার্লারে ‘রক্তবীজ ২’-এর ‘বাঁকা চাঁদ’! উৎসবের মরশুমে কার তত্ত্বাবধানে রূপচর্চা করলেন বিধায়ক-অভিনেতা?

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৫ ২০:১৩
শ্রীময়ী চট্টরাজের তত্ত্বাবধানে রূপচর্চায় কাঞ্চন মল্লিক।

শ্রীময়ী চট্টরাজের তত্ত্বাবধানে রূপচর্চায় কাঞ্চন মল্লিক। ছবি: ফেসবুক।

দম ফেলার ফুরসত পাচ্ছেন না। টিম ‘রক্তবীজ ২’-এর সঙ্গে রাজ্য চষে ফেলছেন কাঞ্চন মল্লিক। এ দিকে পুজো এগিয়ে আসছে। তার আগে নিজের চেহারারও তো ঘষামাজা করতে হবে! হাতে সময় পেতেই সপ্তাহের প্রথম দিন বিধায়ক-অভিনেতা পার্লারে। শাশুড়ি-মাকে পাশে নিয়ে দিব্যি রূপচর্চায় মেতে উঠলেন।

Advertisement

কাঞ্চনের ভোলবদলের নেপথ্যে কে? আনন্দবাজার ডট কম খোঁজ নিয়ে জেনেছে, সবটাই ঘটছে শ্রীময়ী চট্টরাজের উপস্থিতিতে। যদিও তিনি তা স্বীকার করতে নারাজ। লাজুক স্বরে বললেন, “মা ভ্রূ প্লাক করবে বলল। ওটুকুই করে। নিয়ে গিয়ে দেখি, কাঞ্চন পুজোর বিশেষ রূপচর্চায় ব্যস্ত।” শাশুড়ি মায়ের পাশে বসে রূপচর্চা করছেন জামাই। বিধায়ক-পত্নী সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করেছেন। চুলের যত্নের পাশাপাশি হাত-পা-মুখের বিশেষ যত্ন নিয়েছেন কাঞ্চন।

পুজোয় ছবিমুক্তি রয়েছে। তা ছাড়া, মণ্ডপে মণ্ডপে সুন্দরীদের ভিড়। তার জন্যই কি ‘লুক’ বদল?

এই প্রশ্ন কাঞ্চনকে করলেই তিনি পাল্টা প্রশ্ন ছুড়েছেন, উৎসবের মরশুমে নিজের যত্ন নেওয়া শুধুই সুন্দরীদের দৃষ্টি আকর্ষণের জন্য? মৃদু হেসে যোগ করেছেন, “পুজোয় সব নারী সুন্দরী! কেবল প্লাস্টিক সার্জারি করে কৃত্রিম ভাবে সুন্দরী নন যাঁরা।” আরও জানালেন, শ্রীময়ী কৃত্রিম সুন্দরী নন বলেই স্ত্রীকে এত ভালবাসেন।

Advertisement
আরও পড়ুন