Dipika Kakar

দীপিকার ক্যানসারের কারণে বুকের দুধ পান করানো বন্ধ, ১ বছরের রুহান কী খাবে?

স্ত্রীর এমন রোগ শুনে ভেঙে পড়েছেন স্বামী শোয়েব। কিন্তু এক বছরের ছেলে রুহানের কী অবস্থা?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৮ মে ২০২৫ ১৩:৫১
মায়ের ক্যানসারে কী প্রতিক্রিয়া রুহানের?

মায়ের ক্যানসারে কী প্রতিক্রিয়া রুহানের? ছবি: সংগৃহীত।

ছেলে রুহান এবং স্বামী শোয়েব ইব্রাহিমকে নিয়ে সুখের সংসার অভিনেত্রী দীপিকা কক্করের। আচমকাই যেন সব ওলটপালট হয়ে গেল। গত কয়েক দিন ধরেই অসুস্থ ছিলেন দীপিকা। জানা যায় যকৃতে একটি টিউমার হয়েছে। এর আগে অভিনেত্রী খবর দিয়েছিলেন, অস্ত্রোপচার করতে হবে। এ বার দীপিকা জানালেন, ওই টিউমারে বাসা বেঁধেছে মারণরোগ ক্যানসার।

Advertisement

স্ত্রীর এমন রোগ শুনে ভেঙে পড়েছেন স্বামী শোয়েব। কিন্তু এক বছরের ছেলে রুহানের কী অবস্থা? দীপিকা নিজের ভ্লগে বলেন, ‘‘জানি ক্যানসার শব্দটা শুনলেই লোকের ভয় হয়, তবে চেষ্টা করছি আমি শক্ত থাকার। রুহানকে আর বুকের দুধ দিচ্ছি না। ও খুব বুঝদার। নিজে থেকেই বুঝে গিয়েছে যে মার শরীর খারাপ হয়েছে। ও এক বার থেকে দু’বার আসে আমার কাছে।’’

স্ত্রীর যকৃতে টিউমারের কথা শুনে ভয় পেয়েছিলেন শোয়েব। প্রথম থেকেই তাঁর চিন্তা ছিল ছেলে রুহানকে নিয়ে। সেই সময় শোয়েব জানান, ছেলে রুহান এখনও বুকের দুধ পান করে। দীপিকা হাসপাতালে থাকলে ছোট ছেলেকে কী ভাবে সামলাবেন তিনি, তা ভেবেই রাতের ঘুম উড়েছিল অভিনেতার। এ বার যে আশঙ্কা করেছিলেন সেটাই সত্যি হল।

Advertisement
আরও পড়ুন