Parambrata Chatterjee

‘অন্তঃসত্ত্বা পিয়াকে বেশি সময় দিতে পারিনি’, আফসোস পরমব্রতর! তার জন্য কী করছেন অভিনেতা?

ঝড়ের গতিতে একের পর এক ছবির শুটিং সারছেন পরমব্রত চট্টোপাধ্যায়। কেন এত তাড়া তাঁর?

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৯ মার্চ ২০২৫ ১৯:২৯
পরমব্রত চট্টোপাধ্যায়-পিয়া চক্রবর্তীর কোলে সন্তান আসছে।

পরমব্রত চট্টোপাধ্যায়-পিয়া চক্রবর্তীর কোলে সন্তান আসছে। ছবি: ফেসবুক।

২০২৫ অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়কে ফিরে পেতে চলেছে। একের পর এক ছবি তাঁর হাতে। একের পর এক ছবির শুটিং ঝড়ের গতিতে সারছেন তিনি। সদ্য শেষ করলেন সৃজিত মুখোপাধ্যায়ের ‘কিলবিল সোসাইটি’ ছবির কাজ। টিজ়ার অনুযায়ী, ‘আনন্দ কর’ এই ছবিতে ‘মৃত্যুঞ্জয় কর’। সেই পর্ব মিটতেই তিনি ইশা সাহার সঙ্গে পরের ছবির শুটিংয়ে ব্যস্ত।

Advertisement

কেন এত দ্রুত কাজ সারছেন প্রযোজক-পরিচালক-অভিনেতা? প্রশ্ন রেখেছিল আনন্দবাজার ডট কম। পরমব্রতর কথায়, “ফেব্রুয়ারি মাসে আমি আর পিয়া চক্রবর্তী জানিয়েছি, আমরা মা-বাবা হতে চলেছি। জুন মাসে হয়তো সন্তান জন্ম নেবে। এই সময় পিয়ার পাশে আমার বেশি থাকা দরকার ছিল। কাজের চাপে যেটা আমি পারিনি।” তাই মে মাস থেকে সম্ভবত পিতৃত্বকালীন ছুটি নেবেন তিনি। সন্তানের জন্মের মাস দুয়েক পরেও সেই ছুটি বরাদ্দ থাকবে। পরমব্রতর কথায়, “নিজের চোখে সন্তানের বেড়ে ওঠা দেখতে চাই। একই সঙ্গে পিয়ার পাশে থেকে ওর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সন্তানপালনের দায়িত্ব ভাগ করে নিতে চাই। কারণ, স্ত্রী অন্তঃসত্ত্বা মানেই স্বামীর দায়িত্ব শেষ নয়। বরং বেশি করে স্ত্রীকে আগলে রাখা। কারণ, এই সময় ভালমন্দ সব কিছুই স্ত্রী একমাত্র স্বামীর সঙ্গেই ভাগ করতে চায়।”

এর আগে বলিউডে পিতৃত্বকালীন ছুটি নিয়েছেন রণবীর সিংহ। দীপিকা পাড়ুকোন অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আসার পরে তিনি জানিয়েছিলেন, বাবা হিসেবে নতুন মা এবং সদ্যোজাতের পাশে থাকা তাঁর দায়িত্ব। তাই তিনি নির্দিষ্ট সময়ের জন্য অভিনয় থেকে দূরে থাকবেন। বাংলায় কি পরমব্রত সেই দৃষ্টান্ত তৈরি করতে চলেছেন? প্রশ্ন শুনে হেসে ফেলেছেন তিনি। জানিয়েছেন, এর আগেও নিশ্চয়ই কেউ না কেউ এই পদক্ষেপ করেছেন। হয়তো জানা যায়নি।

Advertisement
আরও পড়ুন