Ujaan Ganguly injured

‘কাতুকুতু বুড়ো’র সেটে দুর্ঘটনা! পড়ে গিয়ে বড় চোট পরিচালক উজানের! এখন কী অবস্থা তাঁর?

খবর, শুটিং করতে গিয়ে বড় ধরনের চোট পেলেন উজান। এই ছবি দিয়েই মা-বাবার মতো পরিচালনায় হাতেখড়ি তাঁর।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২৫ ১৪:৪৪
শুটিংস্থলে আহত উজান গঙ্গোপাধ্যায়।

শুটিংস্থলে আহত উজান গঙ্গোপাধ্যায়। ছবি: ফেসবুক।

প্রথম বাংলা ছবি পরিচালনায় উজান গঙ্গোপাধ্যায়। প্রথম কাজেই বিপত্তি! খবর, ‘কাতুকুতু বুড়ো’র শুটিং করতে গিয়ে ভাল রকমের চোট পেলেন কৌশিক গঙ্গোপাধ্যায়-চূর্ণী গঙ্গোপাধ্যায়ের একমাত্র অভিনেতা-পরিচালক পুত্র।

Advertisement

তাড়া করার একটি দৃশ্যের শুট করতে গিয়ে অঘটন ঘটে বলে জানিয়েছেন উজান। জানা গিয়েছে, ক্যামেরা যে ট্রলির উপর দিয়ে চলে, সেই লাইনে পড়ে গিয়ে পায়ে ভালরকম চোট পেয়েছেন তিনি। লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে। নানা পরীক্ষানীরিক্ষার পর চিকিৎসক জানিয়েছেন, অস্ত্রোপচার করতে হতে পারে। আপাতত টানা বিশ্রামে থাকতে হবে তাঁকে। যদিও উজান চোট নিয়েই শুটিং করেছেন৷ এখন আপাতত বাড়িতে বিশ্রামে তিনি৷

সবিস্তার জানতে আনন্দবাজার ডট কম যোগাযোগ করেছিল তাঁর সঙ্গে। ঘটনার সত্যতায় সিলমোহর দিয়েছেন তিনি। বলেছেন, “হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে। চিকিৎসক বিশ্রামে থাকতে বলেছেন। আমি ছুটি নিলে ছবির কাজ আটকে যাবে। তাতে অনেক ক্ষতি হবে। আমার জন্য প্রযোজনা সংস্থার ক্ষতি হোক, কখনও চাইব না। তাই পায়ে ব্যথা নিয়েই শুটিং করেছি।” পাশাপাশি, নিজের ক্ষতিও চাননি নতুন পরিচালক। তাই দু’দিক সামলানোর চেষ্টা করেছেন। কিছু দিন পরে চিকিৎসক আবার পরীক্ষা করবেন তাঁকে। পরিস্থিতি বুঝে তার পরে অস্ত্রোপচার হতে পারে।

কৌতুকে মোড়া ঝকঝকে প্রেমের ছবি বানাতে চলেছেন চূর্ণী-কৌশিকের একমাত্র সন্তান। পরিচালনার পাশাপাশি তিনি অভিনয়ও করবেন। ছবির নায়িকা-গায়িকা রাপূর্ণা ভট্টাচার্য। রাপূর্ণা এর আগে সৃজিত মুখোপাধ্যায়ের ‘সত্যি বলে সত্যি কিছু নেই’ এবং শিবপ্রসাদ ও নন্দিতা রায়ের ‘রক্তবীজ ২’ ছবিতে গান গেয়েছেন। এ-ও শোনা যাচ্ছে, ছবিতে ছেলের পরিচালনায় নাকি অভিনয় করতে পারেন চূর্ণী। প্রযোজনায় এসভিএফ।

Advertisement
আরও পড়ুন