Priyanka Chopra

নাকের গড়নের জন্য কাজ হারাচ্ছিলেন! অস্ত্রোপচার করে বলিউড ছাড়তে চেয়েছিলেন প্রিয়ঙ্কা

একের পর এক কাজ হাতছাড়া হচ্ছিল। সেই কঠিন পরিস্থিতির মূল কারণ ছিল প্রিয়ঙ্কার নাকের গঠন।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৫৫
Director Anil Sharma said that Priyanka Chopra wanted to leave Bollywood for the shape of her nose

নাকের গড়নের জন্য বিপাকে পড়েন প্রিয়ঙ্কা। ছবি: সংগৃহীত।

বর্তমানে তাঁর আন্তর্জাতিক খ্যাতি রয়েছে। মডেলিং থেকে কর্মজীবনের শুরুয়াত। তার পরে অভিনয়। বলিউড থেকে হলিউডেও নিজেকে প্রতিষ্ঠিত করেছেন প্রিয়ঙ্কা চোপড়া। কিন্তু একটা সময় বলিউড ছেড়ে ফিরে যেতে চেয়েছিলেন বরেলীতে। একের পর এক কাজ হাতছাড়া হচ্ছিল। সেই কঠিন পরিস্থিতির মূল কারণ ছিল প্রিয়ঙ্কার নাকের গঠন। সম্প্রতি পরিচালক অনিল শর্মা এই বিষয়টি প্রকাশ্যে আনলেন।

Advertisement

কর্মজীবনের প্রথম দিকে নাকে অস্ত্রোপচার হয়েছিল প্রিয়ঙ্কার। নাকের ভিতর থেকে পলিপ সরিয়ে ফেলতে এই অস্ত্রোপচার করা হয়েছিল তাঁর। কিন্তু এই অস্ত্রোপচারের জেরে আরও জটিলতা তৈরি হয়েছিল। যার জেরে বহু ছবি হাতছাড়া হয়েছিল অভিনেত্রীর। দুঃসময়ে প্রিয়ঙ্কার পাশে ছিলেন অনিল শর্মা। জটিলতা পেরিয়ে আসতে সাহায্য করেছিলেন তিনি। অনিল শর্মা তাঁর ছবি ‘দ্য হিরো: লভ স্টোরি অফ আ স্পাই’-তে প্রিয়ঙ্কাকে বিশেষ চরিত্রের জন্য বেছে নিয়েছিলেন।

শুধু নিজের ছবিতেই নয়। সুনীল দর্শন ও সুভাষ ঘাইয়ের মতো প্রযোজকদেরও রাজি করিয়েছিলেন ‘অন্দাজ়’ ও ‘অ্যায়তরাজ়’ ছবিতে প্রিয়ঙ্কার সঙ্গে কাজ করার জন্য। অনিল জানান, তারকা হয়ে উঠতে হয়তো প্রিয়ঙ্কাকে সাহায্য করেননি তিনি। কিন্তু প্রিয়ঙ্কা যাতে বলিউডে থেকে যেতে পারেন, তার জন্য যথেষ্ট চেষ্টা ছিল তাঁরও। অনিল সাক্ষাৎকারে বলেছেন, “প্রিয়ঙ্কা খুবই সফল, কারণ ওর প্রতিভা রয়েছে। এত গুণ থাকলে, ঈশ্বর জীবনে এমন মানুষ নিয়ে আসেন, যাঁরা আপনাকে উৎসাহ দেন। আমার মনে হয়, প্রিয়ঙ্কার জীবনে আমিও তেমনই মানুষ।”

দুর্দিনে পাশে থাকা মানুষকে ভুলে যাননি প্রিয়ঙ্কাও। তাঁর কথায়, “ও আমার সঙ্গে যোগাযোগ রেখেছে। ১০০ জনের মধ্যে আমাকে দেখলে ও এগিয়ে এসে কথা বলবে। আমাদের যথেষ্ট ভাল সম্পর্ক। ওর বাবার সঙ্গেও আমার ভাল সম্পর্ক ছিল।”

Advertisement
আরও পড়ুন