Hansal Mehta

খারাপ সময়ের মধ্যে দিয়ে অগ্রসর হচ্ছে বলিউড! পাল্টা মন্তব্য হংসলের, বললেন, ‘বলিউড এখনও মৃতপ্রায় হয়ে ওঠেনি’

বলিউডের বর্তমান পরিস্থিতি নিয়ে একাধিক তারকা তাঁদের মতামত জানাচ্ছেন। তবে বলিউডে আস্থা হারিয়ে ফেলননি পরিচালক হংসল মেহতা। দিলেন একাধিক পরামর্শ।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১১ মার্চ ২০২৫ ১৬:২৮
Director Hansal Mehta

পরিচালক হংসল মেহতা। ছবি: সংগৃহীত।

বলিউডের খারাপ সময় নিয়ে আলোচনা থেমে নেই। সম্প্রতি এই প্রসঙ্গে তাঁর মতামত জানিয়েছিলেন আমির খান। অভিনেতা বলেছিলেন, ‘‘দক্ষিণী ইন্ডাস্ট্রি মূলত সিঙ্গল স্ক্রিনের কথা চিন্তা করে ছবি তৈরি করে। সেখানে বলিউড এখন মাল্টিপ্লেক্সের কথা চিন্তা করে ছবি তৈরি করছে।’’ এ বার বলিউড নিয়ে তাঁর মতামত জানালেন, পরিচালক হংসল মেহতা।

Advertisement

সম্প্রতি সমাজমাধ্যমে এই প্রসঙ্গে হংসল একটি দীর্ঘ পোস্ট করেন। তার শিরোনাম ‘হিন্দি ছবির পুনর্বিন্যাসের প্রয়োজন’। সেখানে তিনি জানিয়েছেন, বলিউড এখনও মৃতপ্রায় ইন্ডাস্ট্রি হয়ে যায়নি। ‘শাহিদ’ ছবির পরিচালক তাঁর এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) লেখেন, ‘‘যাঁরা ধরে নিয়েছেন বলিউড মৃতপ্রায়, তাঁদের উদ্দেশে বলি, ইন্ডাস্ট্রিতে বদলের প্রয়োজন।’’ এরই সঙ্গে তিনি লেখেন, ‘‘দর্শকের আগ্রহ কমে যাওয়াটা বিষয় নয়, মোদ্দা কথা হল যে, ঝুঁকিহীন পথে অর্থ বিনিয়োগ করা হচ্ছে।’’

হংসল জানিয়েছেন, এখন তারকারা প্রেক্ষাগৃহে দর্শকের উপস্থিতি সুনিশ্চিত করতে পারছেন না। এই পরিপ্রেক্ষিতে নির্মাতাদের উচিত নতুন ধরনের গল্প এবং চিত্রনাট্য বেছে নেওয়া। একই সঙ্গে নতুন প্রজন্মের প্রতিভার উপরে ভরসা রাখার আর্জি জানিয়েছেন হংসল। তিনি লেখেন, ‘‘নতুন প্রজন্মের চিত্রনাট্যকার, পরিচালক এবং অভিনেতারা এই খেলাটা ঘুরিয়ে দিতে পারেন।’’ একই সঙ্গে প্রযোজকেদের উদ্দেশে তাঁর পরামর্শ, বিশ্বাস, বিনিয়োগ এবং ধৈর্য ধরতে হবে।

তবে হংসল বিশ্বাস করেন, ব্যবসার তুলনায় গল্পে যদি প্রযোজকেরা বিশ্বাস রাখেন, সে ক্ষেত্রে বদল আসবেই। তিনি লেখেন, ‘‘পরিকল্পনা এবং কৌশলের প্রয়োজন। অহেতুক প্রচার সহায়ক সংস্থার পিছনে টাকা ঢেলে তাঁদের মুনাফা বাড়িয়ে ইন্ডাস্ট্রি আরও গরিব হয়ে পড়বে।’’ তাঁর দীর্ঘ পোস্টে নতুন প্রজন্মের প্রতিভাবানদের মধ্যে বেশ কয়েক জনের নামও উল্লেখ করেছেন। সেই তালিকায় রয়েছেন বেদাঙ্গ রায়না, স্পর্শ শ্রীবাস্তব, আদর্শ গৌরব, ইশান খট্টর, জ়াহান কপূর, লক্ষ্য প্রমুখ। পরিচালক বিশ্বাস করেন, ভবিষ্যতে এই উঠতি তারকারা অনেকাংশেই ইন্ডাস্ট্রির দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নেবেন।

Advertisement
আরও পড়ুন